সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আতিয়ার রহমানের বড় পুত্র মোঃ আব্দুস সাত্তারের জানাজা আজ (১৩ নভেম্বর ২০২৫) নওয়াবেঁকী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় এলাকাবাসী, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
জানাজার সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিশোধ সদস্য মাওলানা আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, আব্দুস সাত্তার ধর্মপ্রাণ, বিনয়ী ও সমাজসেবক ছিলেন। তিনি সমাজে শান্তি, মানবতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে কাজ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।