আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক ধর্ষণ চেষ্টা মামলায় গাজীপুরে র্যাবের সহযোগিতা গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলনকে ধর্ষন চেষ্টা মামলায় গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ।
থানা সুত্রে জানা যায়, গত ১৭ মার্চ গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া থেকে আলফাডাঙ্গা থানা পুলিশের এস আই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর র্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। ১৮ মার্চ মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করে।
উল্লেখ্য গত ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ এর দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে শালিসের টাকা দেওয়ার কথা বলে ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন তার শয়ন কক্ষে ডেকে নিয়ে টাকা না দিয়ে কৌশলে বিভিন্ন কু-প্রস্তাবদেয়, তাকে রাজি করাতে চেষ্টা করে। মেয়েটি তার কু প্রস্তাবে রাজি না হলে তার সাথে জোর জবরবস্তী করে, তখন তার শোরচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে ঐ ছাত্রী কে ঘরের পিছনের দরজা দিয়ে বের করে দেয়। ৭ মার্চ রাতে ঐ কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মিলন সহ তিনজনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন , আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি মিলন গাজীপুর অবস্থান করছে তখন আমরা আমাদের থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টীম গাজীপুর পাঠাই, এই টীম গাজীপুর র্যাবের সহযোগীতায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়, গ্রেফতার আসামী আব্দুল্লাহ আল মিলন কে আদালতে প্রেরণ করেছি।