আলফাডাঙ্গায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ আটক-১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম বাজার এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ আটক হয়েছেন মো. মুনজুর মোল্লার ছেলে শিপন মোল্লা (২৭)
৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টা ৫ মিনিটে কালীমন্দিরসংলগ্ন পশ্চিম গলির পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালমারী আর্মি ক্যাম্প ও আলফাডাঙ্গা থানা পুলিশের যৌথ বাহিনী।
অভিযানকালে শিপনের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট। মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ শিপন মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসীর অভিযোগ—তার মাদক কারবারে আশপাশের স্কুল-কলেজ পড়ুয়া তরুণরা দিন দিন বিপথে যাচ্ছে। অথচ দীর্ঘ সময় ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে প্রকাশ্যে ঘোরাফেরা করে এসেছে।
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ফরিদপুর জেলাজুড়ে সেনাবাহিনী ও পুলিশের এমন সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।