ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরের অন্যতম পুরাতন ওষুধ বিক্রেতা কুন্ডু ফার্মেসির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলা এই অপরাধে ফার্মেসির মালিক তপন কুমার কুন্ডুকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৭ জুন) দুপুরে আলফাডাঙ্গা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ফার্মেসি থেকে পাঁচ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুর রহমান বলেন, “সরেজমিনে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার ও বিক্রির প্রমাণ মেলে। জনস্বাস্থ্যের জন্য এটি মারাত্মক হুমকি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের আরও বেশ কয়েকটি ওষুধের দোকানে অনিয়মের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে নিয়মিত তদারকির অভাবে একশ্রেণির বিক্রেতা পুরনো ওষুধ গোপনে বাজারজাত করে আসছে।
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “জনসাধারণের জীবন নিয়ে যারা বাণিজ্য করতে চায়, তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। শুধু জরিমানা নয়, লাইসেন্স বাতিলসহ কঠোর নজরদারিও চালাতে হবে।”
ফার্মেসিগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনগণকে ওষুধ কেনার সময় মেয়াদ দেখে নেওয়ার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।