আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের অব্যবস্থাপনায় শহীদ মিনারে হট্টগোল

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের অব্যবস্থাপনার কারণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে হট্টগোলের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কথা থাকলেও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নুর মৌসুমির নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। নির্ধারিত সময় পার হওয়ার প্রায় ১৫ মিনিট পর উপজেলা বিএনপির সহসভাপতি খোসবুর রহমান খোকনের নেতৃত্বে একটি দল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্থান ত্যাগ করে।
পরবর্তীতে ইউএনও শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে তালিকা অনুযায়ী প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পর্যায়ক্রমে অন্যান্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ শুরু করেন। এ সময় বিপত্তির সৃষ্টি হয় প্রেসক্লাব সংক্রান্ত বিষয়ে। মাইকে ‘আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব’ ও ‘আলফাডাঙ্গা প্রেসক্লাব’-এর নাম প্রচারের সময় প্রেসক্লাব আলফাডাঙ্গার নাম আলাদাভাবে উল্লেখ না করে ‘অন্যান্য গণমাধ্যম’ বলে প্রচার করা হয় বলে অভিযোগ ওঠে।
এতে ক্ষুব্ধ হয়ে প্রেসক্লাব আলফাডাঙ্গার সদস্যরা শ্রদ্ধাঞ্জলি দিতে এগিয়ে গেলে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা শহীদ মিনারের বেদীর সামনে অবস্থান নেন এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও স্থান ছাড়েননি। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা না নেওয়ায় সেখানে হট্টগোল সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমি বলেন, “আমি আলফাডাঙ্গার সব প্রেসক্লাবের সঙ্গে আগে বৈঠক করেছি। তারপরও এমন পরিস্থিতি সৃষ্টি হওয়াটা দুঃখজনক। বিষয়টি সমাধানে আমি সবার সঙ্গে বসে সরাসরি কথা বলব।”






















