ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব পান্নু মিয়া বিএনপিতে যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটায় বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বিএনপিতে যোগ দেন। ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। তাঁর হাতেই ধানের শীষের প্রতীক তুলে নিয়ে বিএনপিতে যোগ দেন আব্দুল ওহাব পান্নু।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুর জামাল খসরু।
যোগদানের পর আব্দুল ওহাব পান্নু মিয়া বলেন, ‘১৯৯৭ সাল থেকে আমি চেয়ারম্যান হলেও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি। আজ নাসির ভাইয়ের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিলাম।’
২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। পরে ২০২২ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই চেয়ারম্যান নির্বাচিত হন।