London ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করলেন ভ্রাম্যমাণ আদালত কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার গাজীপুরের সাংবাদিক উপর সন্ত্রাসী হামলা রাজশাহীর হুন্ডি ব্যবসায়ী চট্টগ্রামে আটক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শামীম হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতার অংশগ্রহণ! সমালোচনার ঝড় ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চতুর্থ ধাপে বিনামূল্যে ৪৬ জন পেলেন চোখের চিকিৎসা বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গাতে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলফাডাঙ্গা’য় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলমাকান্দায় চা দোকানি খুন

‘আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার ওপর’

অনলাইন ডেস্ক

‘আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার উপর, পিরোজপুরের নাজিরপুরে এক বিএনপি নেতার অডিও ভাইরাল হয়েছে;। ভাইরাল হওয়া অডিওটি উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৪ নং পদ্মডুবী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মন্টু হাওলাদার (৪৫) এর। তিনি অত্র এলাকার মৃত আনোয়ার হাওলাদার এর ছেলে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সম্প্রতি অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় জুয়ারী চক্রো মহলের দালাল বিএনপি নেতা মো. মন্টু হাওলাদার গত (২১ জানুয়ারি) হাইউল ও তার ভাই কাইউম নামের দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টি নিয়ে হাইউল নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে ওই বিএনপি নেতা পুলিশকে উদ্দেশ্য করে মুঠোফোনের অপর প্রেন্তে থাকা তার এক সহযোগী আ’লীগ নেতাকে বলেন, ‘এ জগতে যারা আছে তাদের মধ্যে আমরাই ভালো মানুষ, এর থেকে ভালো মানুষ এহন আর নাই। আমাগো ধারেই আচার-বিচার সব আসে, আর আইবেও। আমরা পুলিশকে আইতে কইলে আইবে, না কইলে আইবে না। আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার ওপর। আমাগো ১ লক্ষ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু। এসময় মারামারির ঘটনা বর্ণণা দিতে শোনা যায় তাকে। পুলিশের কাছে মামলা করতে গেছে আমার নাম শুনে মামলা নেয় নাই। ফাড়ি থেকে ফোন করে আমাকে বলছে মামলা নে নাই। ডিসি, থানা, ফাড়ি সব বুকিআপ করে ফেলাইছি ফোনে, শোনা যায় ইদ্রিস ডাক্তার এ ফয়সালাটা করে দিবে, দুই গ্রুপই বিএনপির’।

ওই একই নেতার আর একটি ভিডিওতে দেখা যায় নাজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিস্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদেরকে হুমকি দিয়ে বলেন, গাছে ঢাল জোড়াইয়া দিয়ে যাবেন। আমার নামসহ বলবেন যে সে বলছে, আপনি অফিসে ফোন দেন না হলে যেতে পারবেন না আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখবো। ভিডিওতে দেখা যায় পল্লী বিদ্যুৎ এর কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন হাজার হাজার মানুষের গাছের ঢাল কেটেছি কেহ কিছু বললো না তখন মন্টু বলেন, আমি হাজারের মধ্যে একজন।

হামলার শিকার হাইউল নামের স্থানীয় এক ছাত্রনেতা জানান, মন্টু ও তার ক্যাডার বাহিনী এলকায় অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ মানুষকে নানা হুমকি দেয় আমি তার এইসব কর্মকান্ডের ভিডিও ধারন করি। মন্টু এসব জেনে আমাদের দুই ভাইকে পদ্মডুবী বাজারে এনে ভিডিও, অডিও ডিলেট করতে বলে এগুলো ডিলেট না করলে আমাদের ওপর হামলা করে রক্তাক্ত করে। এবং তাদের এই ভিডিও, অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেওয়ায় আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, মন্টু হাওলাদার নামের পদ্মডুবী এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তদন্ত চলমান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। অডিওটির বিষয়ে খতিয়ে দেখবো। আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নাই, কেহ আইনের উর্ধ্বে নয়। এ বিষয়ে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনো ব্যক্তি বিশেষের কথায় পরিচালিত হয় না, আমরা অবশ্য আইনের ভিতরে দিয়ে পরিচালিত হই। ব্যক্তি বিশেষের বক্তব্য অবশ্যই আইনের আওতায় আনা হবে। পল্লী বিদ্যুৎ ব্যাপারটা আমি জিএম সাহেবকে বলেছি এটাও আমরা আইনের মাধ্যমে দেখতেছি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
৪৮
Translate »

‘আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার ওপর’

আপডেট : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

‘আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার উপর, পিরোজপুরের নাজিরপুরে এক বিএনপি নেতার অডিও ভাইরাল হয়েছে;। ভাইরাল হওয়া অডিওটি উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৪ নং পদ্মডুবী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মন্টু হাওলাদার (৪৫) এর। তিনি অত্র এলাকার মৃত আনোয়ার হাওলাদার এর ছেলে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সম্প্রতি অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় জুয়ারী চক্রো মহলের দালাল বিএনপি নেতা মো. মন্টু হাওলাদার গত (২১ জানুয়ারি) হাইউল ও তার ভাই কাইউম নামের দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টি নিয়ে হাইউল নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে ওই বিএনপি নেতা পুলিশকে উদ্দেশ্য করে মুঠোফোনের অপর প্রেন্তে থাকা তার এক সহযোগী আ’লীগ নেতাকে বলেন, ‘এ জগতে যারা আছে তাদের মধ্যে আমরাই ভালো মানুষ, এর থেকে ভালো মানুষ এহন আর নাই। আমাগো ধারেই আচার-বিচার সব আসে, আর আইবেও। আমরা পুলিশকে আইতে কইলে আইবে, না কইলে আইবে না। আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার ওপর। আমাগো ১ লক্ষ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু। এসময় মারামারির ঘটনা বর্ণণা দিতে শোনা যায় তাকে। পুলিশের কাছে মামলা করতে গেছে আমার নাম শুনে মামলা নেয় নাই। ফাড়ি থেকে ফোন করে আমাকে বলছে মামলা নে নাই। ডিসি, থানা, ফাড়ি সব বুকিআপ করে ফেলাইছি ফোনে, শোনা যায় ইদ্রিস ডাক্তার এ ফয়সালাটা করে দিবে, দুই গ্রুপই বিএনপির’।

ওই একই নেতার আর একটি ভিডিওতে দেখা যায় নাজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিস্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদেরকে হুমকি দিয়ে বলেন, গাছে ঢাল জোড়াইয়া দিয়ে যাবেন। আমার নামসহ বলবেন যে সে বলছে, আপনি অফিসে ফোন দেন না হলে যেতে পারবেন না আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখবো। ভিডিওতে দেখা যায় পল্লী বিদ্যুৎ এর কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন হাজার হাজার মানুষের গাছের ঢাল কেটেছি কেহ কিছু বললো না তখন মন্টু বলেন, আমি হাজারের মধ্যে একজন।

হামলার শিকার হাইউল নামের স্থানীয় এক ছাত্রনেতা জানান, মন্টু ও তার ক্যাডার বাহিনী এলকায় অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ মানুষকে নানা হুমকি দেয় আমি তার এইসব কর্মকান্ডের ভিডিও ধারন করি। মন্টু এসব জেনে আমাদের দুই ভাইকে পদ্মডুবী বাজারে এনে ভিডিও, অডিও ডিলেট করতে বলে এগুলো ডিলেট না করলে আমাদের ওপর হামলা করে রক্তাক্ত করে। এবং তাদের এই ভিডিও, অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেওয়ায় আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, মন্টু হাওলাদার নামের পদ্মডুবী এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তদন্ত চলমান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। অডিওটির বিষয়ে খতিয়ে দেখবো। আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নাই, কেহ আইনের উর্ধ্বে নয়। এ বিষয়ে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনো ব্যক্তি বিশেষের কথায় পরিচালিত হয় না, আমরা অবশ্য আইনের ভিতরে দিয়ে পরিচালিত হই। ব্যক্তি বিশেষের বক্তব্য অবশ্যই আইনের আওতায় আনা হবে। পল্লী বিদ্যুৎ ব্যাপারটা আমি জিএম সাহেবকে বলেছি এটাও আমরা আইনের মাধ্যমে দেখতেছি।