‘আমরা বিক্ষুব্ধ,আমরা শোকাহত’ স্লোগানে ধর্ষণের প্রতিবাদে রাস্তায় তারা

সারাদেশে ধারাবাহিক নারী,কন্যা শিশু ধর্ষণ,গণধর্ষণ,সহিংসতা থামছেই না। প্রতিনিয়ত এসব ঘটনার সংখ্যা বাড়ছে। এসব অবক্ষয়ের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা বিক্ষুব্ধ,আমরা শোকাহত’ – স্লোগান ধারণ করে শনিবার নেত্রকোণা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এই মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রকোণা জেলা শাখা।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম,উপদেষ্টা অধ্যাপক নেলী বড়ূয়া,সহ-সভাপতি সাফিয়া লায়েছ, ভারপ্রাপ্ত লিগ্যাল-এইড সম্পাদক ফারহানা সুলতানা,প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলাতানা,ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক শাম্মী খান, সদস্য আছিয়া আক্তার বর্ষাসহ আরো অনেকে।
মানববন্ধনে আলোচনাকালে বক্তারা বলেন, ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই। এরা যে দলেরই হোক না কেন,এদের দ্রুত বিচারকার্য শেষ করে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে যেন এমন শাস্তি দেখে বাংলার মাটিতে আর কেউ ধর্ষণ করতে সাহস না পায়। ধর্ষকদের স্থান বাংলাদেশে হবে না।