আবারও সালমান খানের জন্য দুঃসংবাদ

বলিউড সুপারস্টার সালমান খানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ঈদে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সিকান্দার’। এটি বক্স অফিসে ভালো আয় করতে পারেনি। অন্যদিকে তার জীবনহানির শঙ্কাও কমছে না। এবার তার জীবন নিয়ে আরও বড় আশঙ্কার কথা শোনালেন এক জ্যোতিষী।
চলতি বছরের শুরুতেই এক জ্যোতিষী জানিয়েছিলেন, আগামী তিন বছর ভালো নয় সালমানের জন্য। সেই কথা আরও একবার জোরালোভাবে আলোচনায় এসেছে। এবার অন্য এক জ্যোতিষী তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, তিনি যতই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকুন না কেন, চলতি বছরের শেষে নাকি তার প্রাণের ঝুঁকি রয়েছে। এর নেপথ্যে থাকবেন তার ঘনিষ্ঠরাই! শনিবার এ দুঃসংবাদ প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই জ্যোতিষী সালমানের ভবিষ্যদ্বাণী আরও জানিয়েছেন, ‘এই বছরটা ভাইজানের সিনেমা মুক্তির জন্য একবারেই ভালো নয়। গত বছর কিছুটা ভালো সময় ছিল। তবে এই বছর তিনি যেন সিনেমা মুক্তি থেকে বিরত থাকেন।’ এমনকি তিনি এও জানিয়েছেন, ‘আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে অভিনেতাকে খুবই সাবধানে থাকতে হবে। ওই সময় নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে নিযুক্ত ব্যক্তিরাও নাকি সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো সালমানের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস করেন। আর তাতেই বাড়তে পারে সালমানের বিপদ।’
তবে শুধু ২০২৫ নয়, ২০২৬ সালেও সালমানকে জ্যোতিষী সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘অভিনেতার জীবনহানির আশঙ্কা প্রবল। ঘটতে পারে দুর্ঘটনাও।’ বিশেষ করে এপ্রিল মাসের কথা জানিয়েছেন জ্যোতিষী। প্রথমবার জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন সালমান অনুরাগীরা। এবার দ্বিতীয় জ্যোতিষীও একই কথা শুনিয়েছেন। ফলে ভাইজানকে নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তার অনুরাগীরা। সালমান সব বিপদ কাটিয়ে উঠতে পারেন কি না তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।


























