আটজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, আইজিপিসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা
৯ বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ (ডিজি) ১৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে মামলার আবেদন করেন আবুল খায়ের নামের এক ব্যক্তি। আদালত আবেদনটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। বাদীর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার জামমুড়া গ্রামে। পুড়িয়ে দেওয়া বাসটি বাদীর তত্ত্বাবধানে চলত বলে আরজিতে উল্লেখ করেন তিনি।৯ বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ (ডিজি) ১৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে মামলার আবেদন করেন আবুল খায়ের নামের এক ব্যক্তি। আদালত আবেদনটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। বাদীর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার জামমুড়া গ্রামে। পুড়িয়ে দেওয়া বাসটি বাদীর তত্ত্বাবধানে চলত বলে আরজিতে উল্লেখ করেন তিনি।