ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রুটি গ্রামে বজ্রপাতে শেখ সেলিম মিয়া (৬০) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। রবিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ জমিতে খড় গুছানোর সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতটি এতটাই তাৎক্ষণিক ও প্রবল ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শেখ সেলিম প্রতিদিনের মতো নিজের জমিতে কাজ করছিলেন। বিকেল নাগাদ আকাশে মেঘ জমে, বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারকে সান্ত্বনা দিয়েছেন।