আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ীর পাশে সাংবাদিক সমাজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের পাশে ক্ষুদে ব্যবসায়ী মো. আমীর হোসেনের হাতে তার দোকানের জন্য প্রয়োজনীয় দুই দিনের পণ্যসামগ্রী তুলে দেন তারা।
‘প্রজেক্ট সাবলম্বী’ নামের এই প্রকল্পের আওতায় আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি এবং আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সহায়তা প্রদান করা হয়। প্রদত্ত পণ্যের মধ্যে ছিল—তেল, পেঁয়াজ, আলু, বেগুন, বেসন, ছোলা, বুটসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ। এসব দিয়ে দোকানী আমীর হোসেন তার দৈনন্দিন ব্যবসা—বুট, বড়া ও চপ বিক্রি চালিয়ে যেতে পারবেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি আখাউড়ার আহ্বায়ক জমসিদ ভূঁইয়া, জেলা গণঅধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইল হোসেন, এনসিপি নেতা রতন মিয়া ও তারা মিয়া, কসবা উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. বিল্লাল সরকার প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজনে প্রধান অর্থদাতা মো. নুরুন্নবী ভূঁইয়া, সাংবাদিক মো. রাকিবুল ইসলাম, জুটন বণিক, হাবিবুর রহমান, আনিসুর রহমান, আশীষ সাহা, রাসেল মিয়াসহ অনেকে। সমন্বয়কের দায়িত্বে ছিলেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।
আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু জানান, সাংবাদিকদের এ উদ্যোগ নিয়মিতভাবে চলবে। তিনি বলেন, “আমরা নিজেদের অর্থায়নে এবং স্বেচ্ছায় সহযোগিতার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকেও এ উদ্যোগে সম্পৃক্ত করা হচ্ছে।”
আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া বলেন, “এটি আমাদের ধারাবাহিক আয়োজনের অংশ। ক্ষুদ্র ব্যবসায়ীরা পুঁজির অভাবে যখন অসহায় হয়ে পড়েন, তখন আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। বিশেষ করে দরিদ্র নারী ও তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এমন মানবিক ও ইতিবাচক উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বপ্ন পূরণে যেমন সহায়তা করছে, তেমনি সমাজে সাংবাদিকদের মানবিক ভূমিকারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।