আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডল ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেপ্তার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। আজ সকালে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুন্নবী। পরে আসামির পক্ষে লিগ্যাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে অন্য আরও তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তুষার কান্তি মণ্ডলকে গত মঙ্গলবার বিকেলে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব।