অস্ট্রেলিয়ায় পাকিস্তানের দীর্ঘ ২২ বছরের অপেক্ষা ঘোচানোর সিরিজে বল হাতে বড় অবদান রেখেছিলেন হারিস রউফ। এজন্য আরেকটি দারুণ স্বীকৃতি পেলেন এই ডানহাতি পেসার। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার জিতেছেন তিনি।
নভেম্বর গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার প্রকাশ করে আইসিসি। গত মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। রউফ ও ওয়াট-হজ দুজনই প্রথমবার পেলেন এই স্বীকৃতি।
ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিলেন রউফ। আগের মাসে তার স্বদেশি স্পিনার নোমান আলি পেয়েছিলেন সেরা ক্রিকেটারের স্বীকৃতি।
বিচেচিত সময়ে ৬ ওয়ানডেতে ১৩ উইকেট ও ৩ টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন রউফ। ২০০২ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ে তিন ম্যাচে নেন ১০ উইকেট। জেতেন সিরিজ-সেরার পুরস্কারও। অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার ব্যাটিং গুঁড়িয়ে তিনি ৫ উইকেট নেন স্রেফ ২৯ রান দিয়ে।
সেরা হওয়ার পথে বাংলাদেশের শারমিন আক্তার ও দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ককে নিয়ে পেছনে ফেলেছেন ওয়াট-হজ। মেয়েদের ক্রিকেটে এই স্বীকৃতি পাওয়া ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার তিনি।