হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, আমার রাজনীতির উদ্দেশ্য হচ্ছে অবহেলিত মানুষের সেবা করা। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করি এবং এই আসনটি উপহার দেই আমাদের নেতাকে।”
তিনি আরও বলেন,“আমি কথা দিচ্ছি, সবসময় আপনাদের পাশে থাকব। আমার এলাকায় কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা অবৈধ কার্যকলাপ সহ্য করা হবে না। বৈষম্য দূর হবে, সবাই সমান অধিকার ভোগ করবে।”
সভায় বক্তব্য রাখেন—মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহজাহান, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, এবং পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন সামসু।
বক্তারা বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে জনসভা ছিল উৎসবমুখর।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সরকার মো. শহিদ চেয়ারম্যান, এবং সঞ্চালনায় ছিলেন সরকার মো. ফারহান আহমেদ।