সংবাদ শিরোনাম:
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করল জেলা প্রশাসন
আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন এলাকায় ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এ নিয়ে চার দফায় এ নির্দেশনা দেওয়া হল।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের সই করা এক নোটিশে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শুক্রবার (৪ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হল।
এর আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত মাসের ২৪-২৭ সেপ্টেম্বর, এর পরে ২৮-৩০ সেপ্টেম্বর এবং ১-৩ অক্টোবর পর্যন্ত সাজেক পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করতে নির্দেশনা দেয় জেলা প্রশাসন।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »