অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (C.T.L)-এর ২৪২তম মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন

অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (C.T.L)-এর উদ্যোগে সংগঠনের ২৪২তম মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে কসবা উপজেলার আকছিনা কুল্লাবাড়ীতে।
এই মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি আর্থিক সহায়তা প্রদান করেছে এক অসহায় ও মেধাবী শিক্ষার্থী মোসম্মৎ জান্নাত আক্তার-এর চিকিৎসার জন্য, যিনি দীর্ঘদিন ধরে হার্ট, হার্টের ভাল্ভ ও কিডনি রোগে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করছেন।
জান্নাত কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। তার বয়স কম হলেও ভাগ্য তাকে শারীরিক যন্ত্রণায় নিস্তেজ করে দিয়েছে। প্রতিদিন তার চিকিৎসার খরচ বেড়েই চলছে। বর্তমানে পরিবারটি অর্থনৈতিক সংকটে পড়ে মেয়ের চিকিৎসা ব্যয় বহন করতে পারছে না। এই প্রেক্ষাপটে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন জান্নাতের পাশে দাঁড়িয়ে তার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে এবং সমাজের বিত্তবান, মানবিক হৃদয়ের মানুষ ও প্রবাসীদের প্রতি জান্নাতের সুচিকিৎসায় সহযোগিতার আন্তরিক আহ্বান জানিয়েছে।
আজকের এই মানবিক আয়োজনে সভাপতিত্ব করেন মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান, যিনি সংগঠনের মানবিক কার্যক্রমগুলোতে নিয়মিত নেতৃত্ব দিয়ে আসছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কসবা বয়েজ স্কুল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া পরিচালনা করা হয়, যেখানে জান্নাত আক্তারের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ খাইরুল ইসলাম, শিক্ষক, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
জনাব মোঃ শাহ আলম খান, চেয়ারম্যান, খাঁন গ্রুপ, কাতার প্রবাসী
জনাব মোঃ শাহ আলম, শিক্ষক, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়
জনাব মোঃ মেহেদী হাসান রুবেল, সাবেক সভাপতি, কসবা উপজেলা ছাত্রদল
জনাব মোঃ সাদ্দাম হোসেন, সভাপতি, কসবা মহিলা মাদ্রাসা
জনাব মোঃ রুবেল সরকার, সহ-সভাপতি, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (C.T.L)
জনাব এই. এম. মামুন, বিশিষ্ট ব্যবসায়ী, কসবা পুরাতন বাজার
জনাব মোঃ বিল্লাল সরকার, আহ্বায়ক, ছাত্র অধিকার পরিষদ, কসবা উপজেলা শাখা
জনাব এই. এম. হাসান মাহমুদ, ছাত্র প্রতিনিধি, কসবা উপজেলা
জনাব মোঃ আশিক মাহমুদ, সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল
জনাব মোঃ আখের মিয়া, সদস্য সচিব, কসবা পশ্চিম ইউনিয়ন যুবদল
জনাব মোঃ রাকিব ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, কসবা উপজেলা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সজীব ভূঁইয়া, সাধারণ সম্পাদক, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (C.T.L)।
পুরো অনুষ্ঠানজুড়ে বক্তারা মানবতার গুরুত্ব ও সমাজের দায়বদ্ধতার ওপর জোর দেন। তারা বলেন, “অসুস্থ জান্নাতের মতো প্রতিটি শিশুই জাতির সম্পদ। তাদের চিকিৎসা, শিক্ষা ও জীবনরক্ষায় সমাজের প্রতিটি সচ্ছল মানুষের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।”
সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান তার বক্তব্যে বলেন,
“আমরা বিশ্বাস করি, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের মানবিক কার্যক্রমের মাধ্যমে একদিন সমাজে সহমর্মিতা ও ভালোবাসার একটি স্থায়ী সংস্কৃতি গড়ে উঠবে। জান্নাতের দ্রুত আরোগ্য কামনা করছি, এবং সকলে যেন তার পাশে দাঁড়ায়—এটাই আমাদের আহ্বান।”
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন শুধু সাহিত্যচর্চায় নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধে অনুপ্রাণিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছে।