অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (C.T.L)-এর ২৪১তম মানবিক সহায়তা কার্যক্রম আজ শনিবার সকালে কসবা উপজেলার গুপিনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সম্পন্ন হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সাহেবের নাতনী, মাত্র সাত বছর বয়সী শিশু মোছাম্মৎ সাজেদা বেগমের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সাজেদা একটি বিরল পায়ের রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছিল না তারা।
শিশুটির বাবা মোঃ সুমন, যিনি নিজেও বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থ, দিনমজুর হিসেবে কাজ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার আয় দিয়ে চিকিৎসা ও সংসারের ব্যয় চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একই সঙ্গে সাজেদার মা ও ছোট ভাইও অসুস্থ থাকায় পরিবারের দুঃখ-দুর্দশা আরও বেড়েছে।
এই করুণ বাস্তবতার কথা জানতে পেরে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান নিজে ঢাকা থেকে এসে মানবিক সহায়তা নিয়ে উপস্থিত হন। তিনি শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ থাকেননি; শিশুটির জরাজীর্ণ ঘরের অবস্থা দেখে ঘর সংস্কারের জন্য দেশ-বিদেশের সহৃদয় ব্যক্তিদের প্রতি আন্তরিক আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান, প্রতিষ্ঠাতা সভাপতি, সিটিএল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক, সৈয়দাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান,
মোঃ আলম খান,
মোঃ রুবেল সরকার,
মোঃ বিল্লাল সরকার, সাংবাদিক, লন্ডন বিডি টিভি ও বিডি টুডেস,
আরমান সরকার মুন্না, সমাজকর্মী,
সোনি খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই মানবিক উদ্যোগটি অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের একদল তরুণ সদস্যের স্বেচ্ছাশ্রম, আন্তরিকতা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের পক্ষ থেকে দেশ-বিদেশের সকল মানবিক ও সহৃদয়বান মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে— শিশু সাজেদা বেগমের চিকিৎসা ও বসবাসের ঘর সংস্কারে এগিয়ে আসুন।
মানবতার জয় হোক। ❤