সংবাদ শিরোনাম:
৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক
দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ। বুধবার (২ অক্টোবর) সকাল পৌনে ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ধলা স্টেশনে যাত্রাবিরতি ছিলো না।
স্টেশনটি অতিক্রম করার সময় মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টা ২০ মিনিটের দিকে ট্রেনের পাওয়ার কারের বগিটি লাইচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বগিটি উদ্ধারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়।
কার্তিক চন্দ্র রায় জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর রাত সোয়া ২টায় ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত রেললাইনের কাজ শেষে পৌনে ৬টায় স্বাভাবিক হয় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »