৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ছাত্রদলের তৃণমূল নেতা-কর্মীদের আরো গতিশীল করার লক্ষ্যে ঢাকার লালবাগ কেল্লা কর্মীসভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশ রক্ষা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ছাত্রদলের তৃণমূল নেতা-কর্মীদের আরো গতিশীল করার লক্ষ্যে ঢাকার লালবাগ কেল্লা পাশে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ উল্লাহ মাহমুদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
বক্তারা তাঁদের বক্তব্যে ছাত্রদলকে আরও সুসংগঠিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর জোর দেন।
সভাপতি শামীম মাহমুদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো আমাদের একমাত্র পরিচয়। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশবিরোধী শক্তিকে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে প্রতিহত করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও নির্দেশনা দেন যাতে অনলাইনে ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে কোনো ধরনের গুজব, বানোয়াট বা অপপ্রচার ছড়াতে না পারে সেদিকে নেতাকর্মীরা সর্বদা সতর্ক থাকে।