হাজীপুরে ডাকাতির চেষ্টা: ছতুরা চানপুরের এক ডাকাত সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম রাসেল মেম্বারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনার পর আবারও একই সংঘবদ্ধ চক্র হাজীপুর এলাকায় ডাকাতির চেষ্টা চালায়। সোমবার (২৭ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে স্থানীয় জনতার তৎপরতায় ডাকাত দলের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাজীপুর স্কুলসংলগ্ন সড়কে সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তারা একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের দুইটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে একজন ধরা পড়ে, বাকিরা পালিয়ে যায়।
আটক ব্যক্তির নাম মাইনুদ্দিন খন্দকার রকিব (২৮), পিতা মনির হোসেন, গ্রাম ছতুরা শরীফ। তার সহযোগী বাবলু (৩২) ও বাবু (৩৫) নামের আরও দুইজনের পরিচয় পাওয়া গেছে; তারা ছতুরা চানপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ইউপি সদস্য রাসেল মেম্বারের বাড়িতে সংঘটিত ডাকাতিতেও সরাসরি জড়িত ছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, একের পর এক ডাকাতি ও ডাকাতির চেষ্টার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের অবশিষ্ট সদস্যদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
























