স্ত্রীর জানাজার কয়েক মিনিট আগে মারা গেলেন স্বামী
সিলেটে বিশ্বনাথ পৌরসভা এলাকায় হাওয়ারুন নেছা নামের এক নারীর জানাজার কয়েক মিনিট আগে মারা গেলেন তার স্বামী জমসিদ আলী।
রোববার (২ ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও আটঘর গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া শতবর্ষী জমসিদ আলী ও হাওয়ারুন নেছার (৮০) এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। মৃত্যুকালে জমসিদ-হাওয়ারুন দম্পতি ছয় ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সংবাদকর্মী জামাল মিয়া ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি আমার এলাকায় ঘটেছে। গতকাল আমাদের এলাকার হাজি জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা মারা যান। সকালে জানাজা নামাজের নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে দুনিয়া থেকে বিদায় নেন ওনার স্বামীও। সকালে হাওয়ারুন নেছার জানাজা ও দাফন হয় আর বিকেলে হাজি জমসিদ আলী সাহেবের জানাজার নামাজ ও দাফন অনুষ্ঠিত হয়। এই ঘটনায় আমাদের পুরো এলাকায় শোকের মাতম চলছে।
জমসিদ আলীর ছেলে আব্দুল আজিজ বলেন, গতকাল আমার আম্মার মৃত্যু হয়। আজ বেলা সাড়ে ১১টায় জানাজার নামাজের সময় নির্ধারণ করা ছিল। আম্মার জানাজার ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে আসেন। আম্মার জানাজার নামাজের ১০ থেকে ১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান।