সোমবার নিয়োগ, বুধবার ওএসডি হলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব পদ থেকে ড. এ কে এম মতিউর রহমানকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়।
এদিকে, পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদকে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস করা হয়েছে। আরও এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু নঈমকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।