সিরাজগঞ্জ সততা ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে সংবর্ধনা

সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়াতে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও সততা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ধানবান্ধি আর্দশ মানব কল্যাণ সমাজ অফিসে সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড সহ সভাপতি অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মকতেল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা পরিচালনা এসময় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড নেতারা বলেন,হাজী মোঃ আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ব্যবসায়ী উন্নয়ন,সেবামূলক কাজ ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।তাঁর মতো যোগ্য ব্যক্তির চেম্বারের নেতৃত্বে আসা ব্যবসায়ী সমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।তিনি আমাদের ভাই তিনি আমাদের সন্তান। হাজী মো:আব্দুস সাত্তার কে সম্মান দিয়েছে মহান আল্লাহ পাক।বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই সম্মানিত ভোটার বৃন্দ কে।
এসময় নবনির্বাচিত পরিচালক হাজী মোঃআব্দুস সাত্তার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ পাক কে। তিনি আমাকে সম্মান দিয়েছেন। সততা ব্যবসায়ী সমবায় সমিতির সকল সম্মানিত সদস্য কে ধন্যবাদ জানাই। এই বিজয় আমার একার নয় এই বিজয় আপনাদের সকলের। তিনি আরও বলেন,ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো।
সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছার অনুষ্ঠান শেষে সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


























