সিরাজগঞ্জের যমুনায় নৌকা থেকে পড়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর চায়না বাঁধ সংলগ্ন ক্রসবার-৩ এলাকায় নৌকাভ্রমণে এসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
নিহত তরুণের নাম নয়ন (১৯)। তিনি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার বেতুয়া উত্তর আটানি পাড়ার বাসিন্দা এবং নগরবাড়ি কৃষি বিএম কলেজের শিক্ষার্থী। তার পিতার নাম জহুরুল খা।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১১ জুলাই রাত ৯টার দিকে নয়ন তার বন্ধুদের সঙ্গে নৌকায় করে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের যমুনা নদীর চায়না বাঁধ (ক্রসবার-৩) এলাকায় পিকনিক ভ্রমণে আসেন। নৌকাভ্রমণের একপর্যায়ে হঠাৎ পা পিছলে তিনি নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন।
নিখোঁজের পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হলেও তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ ১৩ জুলাই সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকায় যমুনা নদীর ৮ নম্বর টাওয়া সংলগ্ন পানিতে মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ নৌ থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ আলতাফ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে।
এ ঘটনা নদীপথে পর্যটন নিরাপত্তা এবং পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকার প্রশ্নও তুলে দিয়েছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।