সংবাদ শিরোনাম:
সাবেক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে জখম
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও মহান বিজয় দিবসের বিজয় মিছিলকে কেন্দ্র করে ঈশ্বরদী পৌরসভার বিগত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নকে গুলি ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এ সময় পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নামে আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত নয়টার দিকে পৌর শহরের অরণকোলা মোড়ে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও বিএনপির একটি অফিসে ভাঙচুর চালিয়েছে। আহত অবস্থায় সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন ও যুবদল নেতা রেজাউল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। শুনেছি বিজয় দিবসে একটি মিছিলকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
Translate »