শেরপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক অনূর্ধ্ব (১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা অনূর্ধ্ব (১৭) এর উদ্বোধনী অনুষ্ঠান শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আজ ১৯শে জানুয়ারি রোজ রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব আমিনুল ইসলাম , জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ উপ-পরিচালক, স্থানীয় সরকার, শেরপুর, আরও ছিলেন মোছাঃ হাফিজা জেসমিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেরপুর, এস এম শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি শেরপুর প্রেসক্লাব,এছাড়াও উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ধীরেন্দ্র চন্দ্র সরকার জেলা ক্রীড়া অফিসার শেরপুর।
জেলা প্রাশাসক তরফদার মাহমুদুর রহমান খেলার শুরুতে শুভ উদ্বোধন ঘোষণা করার পর সকল খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন। উক্ত খেলায় খেলোয়ারদের সেবা ও চিকিৎসা সহযোগিতায় নিয়োজিত আছে রেড ক্রিসেন্ট শেরপুর।