সংবাদ শিরোনাম:
শৃঙ্খলাবদ্ধ এবং অন্যান্য কবিতা

শৃঙ্খলাবদ্ধ
আমি মুক্ত হতে চেয়েছি
আমি উঁচুতে থাকতে চেয়েছি
এখন আমার পাখাগুলো লম্বা, দ্রুতগামী
তাই আমি এখন অনেক উঁচুতে
এখন আমি বীরশ্রেষ্ঠ।
তোমার ভালোবাসা পায়ের নিচে পিষ্ট করেছি!
এখন আবার পাখাগুলো ছেটে ফেলতে চাই!
আমি শৃঙ্খলাবদ্ধ হতে চাই!
তোমার ভালোবাসা ফেরত চাই!
****
স্মৃতি
গহীন রাত—বসন্তের জ্যোৎস্না
একা হাঁটছি তিস্তার তীরে
আব্বাসের গান, দূরে ফেরদৌসির ভাটিয়ালি
নদীর কলকল, ফুটন্ত পরাগের গন্ধ
হালকা বাতাস—মিষ্টি আলো
রাতের তারার মতো সে আমার হৃদয়ে
কতক স্মৃতি এখনো ভাসে—
তার স্মৃতিগুলো ঘুরেফিরে আসে
****
নোংরা
নোংরার কোনো জায়গা নেই
আমার বিশ্বাস কিংবা আমার মুখই সব
আমার আবেগ নোংরাকে তাড়াতে প্রতিশ্রুতি দেয়
যেখানে ভালোবাসা শান্তিতে থাকতে পারে
আমার পেশিতে অনেক শক্তি
আমার মনেও পাওয়ার হাউজ
তাই স্বপ্নগুলো কোনো নোংরা বেছে নেয় না
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »