London ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নির্যাতন নিপীড়ন সত্ত্বেও রাজপথে অবিচল তৃণমূলের আস্থার প্রতীক-মির্জা মোস্তফা জামান সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে প্রস্তুতি সভা সলঙ্গায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা থ্রী হুইলার উল্টে নিহত ১ : আহত ১ বসুন্ধরা শুভসংঘের শেরপুর জেলা কমিটি গঠন : সভাপতি মিনহাজ, সম্পাদক শামীম লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক রাইসা মনি”র, কবর জিয়ারত করতে জামায়াত ইসলামির ড.ইলিয়াস মোল্লা কাঁকনহাটে কৃষকদের বিক্ষোভ ইউটিউব বদলে দিল ভাগ্য: ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা আয় করছেন বদলগাছীর তানভীর রায়হান মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক

ডেস্ক রিপোর্ট

লন্ডনের ঐতিহাসিক গিল্ডহলে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–র লন্ডন রিজিওনাল কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান। এই কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সংহতি ও নেতৃত্ব আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।

সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম‍্যান মনসুর আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই লন্ডন রিজিওনাল কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস-এর সদস্য লর্ড রামি রেঞ্জার।

লর্ড রামি রেঞ্জার বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীরা রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি বলেন, ব্যবসা শুরুর জন্য প্রথমে নিজের কমিউনিটিতে শক্ত ভিত গড়ে তুলতে হবে। সেখান থেকে ধীরে ধীরে সম্প্রসারণের দিকে অগ্রসর হতে হবে। নতুন প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করতে এবং সম্পৃক্ত করতে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরই এগিয়ে আসতে হবে।

সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম‍্যান মনসুর আলী বলেন, এই রিজিওনাল কমিটির অভিষেক প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সময়োপযোগী উদ্যোগ। এটি ব্যবসায়ীদের মাঝে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলায় সহায়ক ভূমিকা রাখবে এবং কমিউনিটির অর্থনৈতিক ভিত্তি আরও দৃঢ় করবে।

সূচনা বক্তব্য লন্ডন রিজিওনাল কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সেবায় আরও কার্যকর ও সংগঠিতভাবে এগিয়ে আসা। কমিটির সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমরা লন্ডনের প্রবাসী ব্যবসায়ী সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টিমওয়ার্কই হবে আমাদের মূল নীতি।

সভার প্রধান বক্তা বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার বলেন, “আমাদের প্রবাসী ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণই বিবিসিসিআই-এর মূল শক্তি। আজ লন্ডন রিজিয়নের যে নতুন নেতৃত্বের অভিষেক হচ্ছে, তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই, টাওয়ার হ্যামলেটস বরোর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, কাউন্সিলর র‌হিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।

চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম, সাবেক প্রেসিডেন্ট সায়েদুর রহমান রেনু, ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান ও কুটি মিয়া, ফাইনান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, ডেপুটি ডিরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, মেম্বারশীপ সেক্রেটারী মোঃ আব্দুল মুনিম, প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী, মুহিব উদ্দিন চৌধুরী, ডক্টর সানাওর চৌধুরী, মুসলেহ আহমেদ, শফিকুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া ওয়েস, আবুল কালাম আজাদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট ড. শাহানুর খান।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম লন্ডন রিজিওনাল কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নতুন কমিটির সদস্যরা হলেন: সভাপতি মো. মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম, ট্রেজারার মো. মাহবুবুল আলম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন, ভাইস প্রেসিডেন্ট গুলজার খান ও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান ঝিলম, জয়েন্ট ট্রেজারার মো. নাজমুল হক বিশাল, মেম্বারশিপ সেক্রেটারি সোয়েব কবীর, অর্গানাইজিং সেক্রেটারি মো. আলী হুসাইন, অফিস সেক্রেটারি হাফসা নূর, প্রেস অ্যান্ড পাবলিসিটিস সেক্রেটারি মো. আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারি আব্দুল আনোয়ার খান এবং নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার, আসওয়ার আলী ও ডক্টর মাসুক আহমেদ।

নতুন নেতৃত্ব জানান, লন্ডন অঞ্চলকে একটি সুসংগঠিত, কার্যকর ও প্রতিনিধিত্বমূলক ব্যবসায়িক প্ল্যাটফর্মে রূপান্তরের লক্ষ্যে তাঁরা একযোগে কাজ করবেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য পরামর্শ, যোগাযোগ ও সমন্বয় স্থাপন করাই তাঁদের মূল উদ্দেশ্য।

ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট গুলজার খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নতুন কমিটি ব্যবসায়িক ঐক্য ও পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

উপস্থিত অতিথিরা নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৫:৫৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Translate »

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক

আপডেট : ০৫:৫৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

লন্ডনের ঐতিহাসিক গিল্ডহলে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–র লন্ডন রিজিওনাল কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান। এই কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সংহতি ও নেতৃত্ব আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।

সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম‍্যান মনসুর আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই লন্ডন রিজিওনাল কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস-এর সদস্য লর্ড রামি রেঞ্জার।

লর্ড রামি রেঞ্জার বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীরা রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি বলেন, ব্যবসা শুরুর জন্য প্রথমে নিজের কমিউনিটিতে শক্ত ভিত গড়ে তুলতে হবে। সেখান থেকে ধীরে ধীরে সম্প্রসারণের দিকে অগ্রসর হতে হবে। নতুন প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করতে এবং সম্পৃক্ত করতে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরই এগিয়ে আসতে হবে।

সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম‍্যান মনসুর আলী বলেন, এই রিজিওনাল কমিটির অভিষেক প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সময়োপযোগী উদ্যোগ। এটি ব্যবসায়ীদের মাঝে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলায় সহায়ক ভূমিকা রাখবে এবং কমিউনিটির অর্থনৈতিক ভিত্তি আরও দৃঢ় করবে।

সূচনা বক্তব্য লন্ডন রিজিওনাল কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সেবায় আরও কার্যকর ও সংগঠিতভাবে এগিয়ে আসা। কমিটির সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমরা লন্ডনের প্রবাসী ব্যবসায়ী সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টিমওয়ার্কই হবে আমাদের মূল নীতি।

সভার প্রধান বক্তা বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার বলেন, “আমাদের প্রবাসী ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণই বিবিসিসিআই-এর মূল শক্তি। আজ লন্ডন রিজিয়নের যে নতুন নেতৃত্বের অভিষেক হচ্ছে, তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই, টাওয়ার হ্যামলেটস বরোর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, কাউন্সিলর র‌হিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।

চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম, সাবেক প্রেসিডেন্ট সায়েদুর রহমান রেনু, ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান ও কুটি মিয়া, ফাইনান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, ডেপুটি ডিরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, মেম্বারশীপ সেক্রেটারী মোঃ আব্দুল মুনিম, প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী, মুহিব উদ্দিন চৌধুরী, ডক্টর সানাওর চৌধুরী, মুসলেহ আহমেদ, শফিকুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া ওয়েস, আবুল কালাম আজাদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট ড. শাহানুর খান।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম লন্ডন রিজিওনাল কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নতুন কমিটির সদস্যরা হলেন: সভাপতি মো. মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম, ট্রেজারার মো. মাহবুবুল আলম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন, ভাইস প্রেসিডেন্ট গুলজার খান ও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান ঝিলম, জয়েন্ট ট্রেজারার মো. নাজমুল হক বিশাল, মেম্বারশিপ সেক্রেটারি সোয়েব কবীর, অর্গানাইজিং সেক্রেটারি মো. আলী হুসাইন, অফিস সেক্রেটারি হাফসা নূর, প্রেস অ্যান্ড পাবলিসিটিস সেক্রেটারি মো. আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারি আব্দুল আনোয়ার খান এবং নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার, আসওয়ার আলী ও ডক্টর মাসুক আহমেদ।

নতুন নেতৃত্ব জানান, লন্ডন অঞ্চলকে একটি সুসংগঠিত, কার্যকর ও প্রতিনিধিত্বমূলক ব্যবসায়িক প্ল্যাটফর্মে রূপান্তরের লক্ষ্যে তাঁরা একযোগে কাজ করবেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য পরামর্শ, যোগাযোগ ও সমন্বয় স্থাপন করাই তাঁদের মূল উদ্দেশ্য।

ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট গুলজার খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নতুন কমিটি ব্যবসায়িক ঐক্য ও পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

উপস্থিত অতিথিরা নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।