লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে গত ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান (সিলেট), সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি আহাদ চৌধুরী।
এছাড়াও সভায় যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি, যুক্তরাজ্য যুবলীগের নেতাকর্মী, এবং সিলেট-সুনামগঞ্জ-জগন্নাথপুরের বিশিষ্ট আওয়ামী পরিবারের সদস্য ও সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ সহ অসংখ্য প্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রবাসে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
শেষে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টে শাহাদাৎবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।