রোহিত–কোহলির টেস্ট ক্যারিয়ার কি শেষের পথে
টেস্টে সর্বশেষ ১০ ইনিংসে রোহিত শর্মার রান ১৩৩, বিরাট কোহলির ১৯২। দুজনেরই ফিফটি মাত্র একটি করে। ভারত জিতলে না হয় ব্যাট হাতে রোহিত–কোহলির ছন্দহীনতা কিছুটা হলেও আড়ালে পড়ে যেত। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ভারত যেভাবে অপদস্থ হলো, তাতে দুজনের সাম্প্রতিক ব্যাটিং পরিসংখ্যান আরও বেশি করে সামনে আসছে। তা দেখার পর তাঁদের টেস্ট দল থেকে বাদ দেওয়ার আলোচনাও শুরু হয়ে গেছে।
গত ২৫ অক্টোবর নিউজিল্যান্ড সিরিজ চলার সময়ই অস্ট্রেলিয়া সফরে বোর্ডার–গাভাস্কার ট্রফির স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যথারীতি সেই সিরিজেও নেতৃত্ব দেবেন রোহিত। আছেন কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও। অশ্বিনের বয়স ৩৮ পেরিয়েছে, রোহিতের পেরিয়েছে ৩৭। আগামীকাল কোহলি ৩৬তম জন্মদিনের কেক কাটবেন। ডিসেম্বরে জাদেজারও ৩৬ পূর্ণ হবে। খুব সম্ভবত এটাই ৪ সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে শেষ অস্ট্রেলিয়া সফর হতে যাচ্ছে।
তবে এই সফরে যদি রোহিত, কোহলি, অশ্বিন ও জাদেজা ব্যর্থ হন; আরও স্পষ্ট করে বললে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারে, তাহলে ৪ জনেরই টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ বলছে, সিনিয়রদের ভবিষ্যৎ ঠিক করতে বিসিসিআইয়ের সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার।