London ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোরের কারাদণ্ড নানিয়ারচর জোনের তত্ত্বাবধানে বাকছড়ি ও জাহানাতলীতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত আনোয়ারা সাব রেজিস্ট্রার এর দুর্নীতির বিরুদ্ধে দলিল লিখক সমিতির লাগাতার কলম বিরতি পুঠিয়ায় সাংবাদিকে হত্যার হুমকি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ঢাকায় গ্রেফতার কালিয়াকৈর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছুটে চলেছেন ৫নং ওয়ার্ডের অঙ্গসংগঠনের সকল নেতা বৃন্দ নওগাঁর রাণীনগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত চারঘাটে ডোবা থেকে যুবকের লা’শ উদ্ধার কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যুর অভিযোগ কালিয়াকৈর উপজেলা সূত্রাপুর এলাকায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুনে পুড়ে ছাই

রাণীনগরে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন

আবু সাইদ, নওগাঁ

নারীর ক্ষমতায়ন ও শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে নতুন দিগন্ত উন্মোচন হলো নওগাঁর রাণীনগরে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে বুধবার সকাল ১০টায় রাণীনগর আইডিয়াল একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয় “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক সভা।”

সভায় এলাকার বিভিন্ন ইউনিয়নের নারী প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজনটি নারী নেতৃত্ব বিকাশ ও শান্তি প্রতিষ্ঠায় নারীর ভূমিকা নিয়ে এক প্রাণবন্ত আলোচনায় পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির এম্বাসিডর মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন পিএফজির কো-অর্ডিনেটর মোঃ পাভেল রহমান। অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। তিনি বলেন, “নারীরা শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরে শান্তি প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে পারে। ওয়েভ প্ল্যাটফর্ম সেই ভূমিকা পালনে নারীদের আরও সংগঠিত ও সচেতন করে তুলবে।”

এছাড়া আলোচনায় অংশ নিয়ে পিএফজির এম্বাসিডর চন্দন কুমার মোহন্ত বলেন, “শান্তি বজায় রাখতে নারীর দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা পরিবার থেকে সমাজে সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।”

অনুষ্ঠানে বক্তারা জানান, স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে তাদের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ওয়েভ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা সমাজের দ্বন্দ্ব-সংঘাত নিরসন, পারিবারিক কলহ কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখতে পারবে।

আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন করা হয়। এতে মোছাঃ রোকেয়া সুলতানা সমন্বয়কারী, মোছাঃ সুফিয়া খানম যুগ্ম-সমন্বয়কারী এবং মোছাঃ শামিমা সুলতানা তোতাকে সদস্য সচিব নির্বাচিত হন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্ম শুধু নারীদের সংগঠিত করবেই না, বরং আগামী দিনে রাণীনগরের সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় মডেল হিসেবে কাজ করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩৮
Translate »

রাণীনগরে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন

আপডেট : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নারীর ক্ষমতায়ন ও শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে নতুন দিগন্ত উন্মোচন হলো নওগাঁর রাণীনগরে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে বুধবার সকাল ১০টায় রাণীনগর আইডিয়াল একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয় “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক সভা।”

সভায় এলাকার বিভিন্ন ইউনিয়নের নারী প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজনটি নারী নেতৃত্ব বিকাশ ও শান্তি প্রতিষ্ঠায় নারীর ভূমিকা নিয়ে এক প্রাণবন্ত আলোচনায় পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির এম্বাসিডর মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন পিএফজির কো-অর্ডিনেটর মোঃ পাভেল রহমান। অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। তিনি বলেন, “নারীরা শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরে শান্তি প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে পারে। ওয়েভ প্ল্যাটফর্ম সেই ভূমিকা পালনে নারীদের আরও সংগঠিত ও সচেতন করে তুলবে।”

এছাড়া আলোচনায় অংশ নিয়ে পিএফজির এম্বাসিডর চন্দন কুমার মোহন্ত বলেন, “শান্তি বজায় রাখতে নারীর দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা পরিবার থেকে সমাজে সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।”

অনুষ্ঠানে বক্তারা জানান, স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে তাদের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ওয়েভ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা সমাজের দ্বন্দ্ব-সংঘাত নিরসন, পারিবারিক কলহ কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখতে পারবে।

আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন করা হয়। এতে মোছাঃ রোকেয়া সুলতানা সমন্বয়কারী, মোছাঃ সুফিয়া খানম যুগ্ম-সমন্বয়কারী এবং মোছাঃ শামিমা সুলতানা তোতাকে সদস্য সচিব নির্বাচিত হন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্ম শুধু নারীদের সংগঠিত করবেই না, বরং আগামী দিনে রাণীনগরের সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় মডেল হিসেবে কাজ করবে।