রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলামের দাওয়াত ও পয়গাম সভা অনুষ্ঠিত

জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম-আল্লাহর জমিনে আল্লাহর নেজাম, এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দাওয়াত ও পয়গাম সভা অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর উপজেলা গোলচত্বরের দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী মোজাফফর হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুফতি রাশেদ ইলিয়াস, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা হেলাল হাসমী, সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সভা পরিচালনা করেন রাণীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু বক্কর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা খায়রুল বাশার, হাফেজ আবু তালেবসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ইসলামী রাজনৈতিক দল, যার শিকড় রয়েছে উলামায়ে দেওবন্দের ত্যাগ ও আদর্শে। দলের মূল লক্ষ্য জীবনের সর্বস্তরে আল্লাহর নেজাম প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
সভায় সভাপতির বক্তব্যে মাওলানা কাজী মোজাফফর হোসেন বলেন, আমি যদি জনগণের দোয়া ও ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করবো। আত্রাই-রাণীনগরকে দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কৃষি, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নের মাধ্যমে এ আসনকে বাংলাদেশের একটি মডেল আসনে রূপান্তরিত করবো।
তিনি আরও বলেন,আমার কাছে রাজনীতি মানে দায়িত্ব ও সেবা। জনগণের সেবা করাই আমার উদ্দেশ্য। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়।
বক্তারা আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করাই জমিয়তের মূল নীতি। ন্যায়বিচার, সমতা, শান্তি ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠাই দলের লক্ষ্য।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।