London ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ গুণীজন মেডিকেলে ভর্তির টাকা এখনো জোগাড় হয়নি ইমার যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের স্ত্রীকে হত্যার পর প্রেশার কুকারে রান্না করলেন সাবেক সৈনিক খোলাবাজার থেকে ১০ হাজার বিনামূল্যের পাঠ্যবই জব্দ, গ্রেপ্তার ২ শেরপুরে মাধ্যমিকের ৯ হাজার সরকারি বই জব্দ! আটক ১ মেডিকেলে চান্স পেয়েও অর্থের অভাবে ডাক্তারী লেখা পড়া নিয়ে দুশ্চিন্তা প্রান্তি ও পরিবার খাগড়াছড়িতে একক আধিপত্য কুজেন্দ্র লাল ত্রিপুরার, গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ১১ দোকান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নত হচ্ছে : ইসি মাছউদ

রাজনীতিকদের সদিচ্ছার অভাবে সুষ্ঠু নির্বাচন হয় না

‘বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় না কেন?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক চিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ছবি

রাজনীতিকদের সদিচ্ছার অভাবের কারণেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক চিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় না কেন?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ গণমুক্তি পার্টি তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই আলোচনার আয়োজন করে। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এই দলের তাত্ত্বিক ও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আধুনিক সভ্য সমাজ বিকাশে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের নিজস্ব রাজনৈতিক চিন্তা ও মতামত থাকা প্রয়োজন। তাঁরা যেন তা অকপটে বাধাহীনভাবে প্রকাশ করতে পারেন, সমাজে সেই ব্যবস্থাও থাকা উচিত। এটিই একটি ভালো সমাজ ও ভালো গণতন্ত্রের লক্ষণ। এটা রাজনীতিকদেরই নিশ্চিত করতে হবে। গণতন্ত্র কেবল নির্বাচনকেন্দ্রিক হলে তাতে ভালো ফল পাওয়া যাবে না।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতার পর থেকেই নির্বাচনের মান পড়তে শুরু করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সরকার ও দলকে সুসংহত করতে পারেননি। নানা রকমের বিশৃঙ্খলা, অন্যায়, দুর্নীতি প্রবল হয়ে উঠছিল। নীতিনৈতিকতার মানের অবনতি ঘটেছিল। এর ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। দেশের রাজনীতিক, আমলা, বুদ্ধিজীবী, শিক্ষক, সংস্কৃতিকর্মী সবারই নৈতিকতার মানের অবনতি ঘটেছে। ফলে সর্বব্যাপী দুর্নীতি, ভোগলিপ্সা, যেকোনোভাবে সম্পদ আহরণসহ এক দুর্বৃত্তপরায়ণতার জাল বিস্তৃত হয়েছে।’

প্রধান অতিথি আবুল কাসেম ফজলুল হক বলেন, এই দুর্নীতি ও ক্ষমতালিপ্সুতার জন্য সরকারগুলো ক্রমেই অধিকতর স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর ভেতরের কাঠামোতেও ছিল এই ক্ষমতাকেন্দ্রিকতার প্রবণতা। ফলে একক ব্যক্তির হাতে বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় অনিবার্যভাবে তাঁকে স্বৈরতন্ত্রের পথে পরিচালিত করেছে। তিনি বলেন, ‘এরই চরম প্রকাশ আমরা লক্ষ্য করেছি ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে। দেশবাসী দেখেছেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কেমন করে চরম স্বৈরতন্ত্রে পর্যবসিত হলো এবং সেটি উৎপাটন করতে বিপুল প্রাণের বিনিময়ে এক ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটল।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘পৃথিবীর সব দেশের মানুষের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। আমাদেরও সেই সম্ভাবনার কমতি নেই। এখন বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। শস্য উৎপাদন বেড়েছে। ক্ষুধা ও দারিদ্র্য অনেক কমেছে। তথ্যপ্রযুক্তির অভাবিত উন্নতি অনেক কিছুকে সহজ করে দিয়েছে। এখন একটি জনকল্যাণমুখী ভালো রাজনীতি, ভালো নির্বাচন, ভালো গণতন্ত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর, অর্থপূর্ণ মানবজীবন অতিবাহিত করতে পারব। এ জন্য শুধু সংবিধান সংস্কার করলে হবে না। সেখানে সংস্কারের অবশ্যই প্রয়োজন রয়েছে, তবে নিজেদের নৈতিকতার মানের সংস্কার করা খুব জরুরি।’ তিনি বলেন, ‘নৈতিক চেতনার যে অবনতি ঘটেছে, সেখান থেকে যদি আমাদের উত্তরণ না ঘটে, তবে এই অভ্যুত্থানের সুফল আমরা প্রকৃত অর্থে সমাজে প্রতিষ্ঠিত করতে পারব না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক এম এ আলীম সরকার। তিনি বলেন, নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করার মতো পরিপক্বতা সর্বস্তরের জনগণের মধ্যে এখনো সৃষ্টি হয়নি। এ কারণে সব সময় ভালো মানুষ নির্বাচিত হতে পারেন না। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য ছয় দফা সুপারিশ উপস্থাপন করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লিবারেল পার্টির নেতা কে সি মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল হোসেন, অধ্যক্ষ মনোয়ার হোসেন, প্রভাষক বিজন হালদার প্রমুখ। সঞ্চালনা করেন অমূল্য কুমার বৈদ্য।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
৩৩
Translate »

রাজনীতিকদের সদিচ্ছার অভাবে সুষ্ঠু নির্বাচন হয় না

আপডেট : ০৪:০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

‘বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় না কেন?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক চিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ছবি

রাজনীতিকদের সদিচ্ছার অভাবের কারণেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক চিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় না কেন?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ গণমুক্তি পার্টি তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই আলোচনার আয়োজন করে। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এই দলের তাত্ত্বিক ও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আধুনিক সভ্য সমাজ বিকাশে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের নিজস্ব রাজনৈতিক চিন্তা ও মতামত থাকা প্রয়োজন। তাঁরা যেন তা অকপটে বাধাহীনভাবে প্রকাশ করতে পারেন, সমাজে সেই ব্যবস্থাও থাকা উচিত। এটিই একটি ভালো সমাজ ও ভালো গণতন্ত্রের লক্ষণ। এটা রাজনীতিকদেরই নিশ্চিত করতে হবে। গণতন্ত্র কেবল নির্বাচনকেন্দ্রিক হলে তাতে ভালো ফল পাওয়া যাবে না।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতার পর থেকেই নির্বাচনের মান পড়তে শুরু করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সরকার ও দলকে সুসংহত করতে পারেননি। নানা রকমের বিশৃঙ্খলা, অন্যায়, দুর্নীতি প্রবল হয়ে উঠছিল। নীতিনৈতিকতার মানের অবনতি ঘটেছিল। এর ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। দেশের রাজনীতিক, আমলা, বুদ্ধিজীবী, শিক্ষক, সংস্কৃতিকর্মী সবারই নৈতিকতার মানের অবনতি ঘটেছে। ফলে সর্বব্যাপী দুর্নীতি, ভোগলিপ্সা, যেকোনোভাবে সম্পদ আহরণসহ এক দুর্বৃত্তপরায়ণতার জাল বিস্তৃত হয়েছে।’

প্রধান অতিথি আবুল কাসেম ফজলুল হক বলেন, এই দুর্নীতি ও ক্ষমতালিপ্সুতার জন্য সরকারগুলো ক্রমেই অধিকতর স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর ভেতরের কাঠামোতেও ছিল এই ক্ষমতাকেন্দ্রিকতার প্রবণতা। ফলে একক ব্যক্তির হাতে বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় অনিবার্যভাবে তাঁকে স্বৈরতন্ত্রের পথে পরিচালিত করেছে। তিনি বলেন, ‘এরই চরম প্রকাশ আমরা লক্ষ্য করেছি ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে। দেশবাসী দেখেছেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কেমন করে চরম স্বৈরতন্ত্রে পর্যবসিত হলো এবং সেটি উৎপাটন করতে বিপুল প্রাণের বিনিময়ে এক ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটল।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘পৃথিবীর সব দেশের মানুষের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। আমাদেরও সেই সম্ভাবনার কমতি নেই। এখন বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। শস্য উৎপাদন বেড়েছে। ক্ষুধা ও দারিদ্র্য অনেক কমেছে। তথ্যপ্রযুক্তির অভাবিত উন্নতি অনেক কিছুকে সহজ করে দিয়েছে। এখন একটি জনকল্যাণমুখী ভালো রাজনীতি, ভালো নির্বাচন, ভালো গণতন্ত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর, অর্থপূর্ণ মানবজীবন অতিবাহিত করতে পারব। এ জন্য শুধু সংবিধান সংস্কার করলে হবে না। সেখানে সংস্কারের অবশ্যই প্রয়োজন রয়েছে, তবে নিজেদের নৈতিকতার মানের সংস্কার করা খুব জরুরি।’ তিনি বলেন, ‘নৈতিক চেতনার যে অবনতি ঘটেছে, সেখান থেকে যদি আমাদের উত্তরণ না ঘটে, তবে এই অভ্যুত্থানের সুফল আমরা প্রকৃত অর্থে সমাজে প্রতিষ্ঠিত করতে পারব না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক এম এ আলীম সরকার। তিনি বলেন, নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করার মতো পরিপক্বতা সর্বস্তরের জনগণের মধ্যে এখনো সৃষ্টি হয়নি। এ কারণে সব সময় ভালো মানুষ নির্বাচিত হতে পারেন না। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য ছয় দফা সুপারিশ উপস্থাপন করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লিবারেল পার্টির নেতা কে সি মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল হোসেন, অধ্যক্ষ মনোয়ার হোসেন, প্রভাষক বিজন হালদার প্রমুখ। সঞ্চালনা করেন অমূল্য কুমার বৈদ্য।