ভূমি অধিগ্রহণের টাকা নয়ছয়ের মিথ্যা সংবাদে ক্ষোভ: সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমানের প্রতিবাদ ও ব্যাখ্যা

দৈনিক আলোকিত নিউজ-এর ১৯ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত “রায়গঞ্জে স্কুলের ভূমি অধিগ্রহণের ২৮,০০,০০০ টাকা নয়ছয় করার অপচেষ্টা” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর।
সংবাদটি প্রকাশের আগে আমার কাছ থেকে কোনো বক্তব্য বা ব্যাখ্যা নেওয়া হয়নি,যা সাংবাদিকতার নীতিমালা ও পেশাদারিত্বের পরিপন্থী।
আমি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দীর্ঘদিনের শিক্ষক এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমার অবসরের তারিখ ২৯ জুলাই ২০২৩ ইং। আমার কর্মজীবনে কখনো কোনো ধরনের আর্থিক অনিয়ম বা নয়ছয় ঘটেনি।
বিদ্যালয়ের ০.২৬ একর জমি ঢাকা–রংপুর মহাসড়ক প্রশস্তকরণের সময় সরকারের মাধ্যমে অধিগ্রহণ হয়, যার মূল্য ২৭,২৭,৯৪৩.১২ টাকা।
এই অর্থ বিদ্যালয়ের নামে নির্ধারিত এবং ১৪ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিদ্যালয়ের অ্যাডহক কমিটির বৈঠকে স্পষ্টভাবে সিদ্ধান্ত হয়— উচ্চতর কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ব্যতীত কোনো অর্থ উত্তোলন বা ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, আমি উক্ত অ্যাডহক কমিটির সদস্যও নই।

উক্ত সংবাদটির তথাকথিত “চলনবিল প্রতিনিধি” আয়ুব আলী-এর স্ত্রী চামেলী খাতুন চামেলী, যিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, একজন জুনিয়র শিক্ষক হয়েও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমি সিনিয়র শিক্ষক শেফালী খাতুনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করি।
এই বিষয়টি নিয়ে চামেলী খাতুন চামেলী ও তাঁর স্বামী আয়ুব আলী ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন।
আমি দৃঢ়ভাবে জানাচ্ছি— বিদ্যালয়ের অধিগ্রহণকৃত অর্থের বিষয়ে আমার বা আমার দায়িত্বকালীন কাউকে নিয়ে কোনো অনিয়ম ঘটেনি। এই ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।
আমি দৈনিক আলোকিত নিউজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিবেদক চলনবিল প্রতিনিধি আয়ুব আলী ও তাঁর স্ত্রী চামেলী খাতুন চামেলীকে
অবিলম্বে প্রকাশ্যে লিখিতভাবে দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।
তারা যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো, এবং এর পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট সংবাদকর্মী ও প্রকাশকের ওপর বর্তাবে।
বিনীত,
মোঃ হাফিজুর রহমান
সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
রায়গঞ্জ, সিরাজগঞ্জ
























