London ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বুমরাহ-শামিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক

অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে ভারত। যশপ্রীত বুমরার থাকা না-থাকা নিয়ে অনেক কথা শোনা গেলেও দলে রাখা হয়েছে বুমরাহকে।

চোটের কারণে এক বছরের বেশি সময় বাইরে থাকার পর দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মাই। সহ-অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। এখনো ওয়ানডে খেলেননি, দলে এমন খেলোয়াড় একজনই-যশস্বী জয়সোয়াল।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে শর্তসাপেক্ষে যোগ করা হয়েছে সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে। এছাড়া মোহাম্মদ শামিকে রাখা হয়েছে আট দলের এই টুর্নামেন্টের দলে। আছেন হার্ডিক পান্ডিয়াও।

এই তিন পেসার সর্বশেষ ভারতের হয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। এরপর ওয়ানডে খেলেননি তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে ঢুকেছেন বাঁ-হাতি তরুণ ওপেনার জশস্বী জয়সোয়াল। বেশ কিছু টেস্ট ও টি-২০ খেলে ফেললেও জয়সোয়ালের এখনো ওয়ানডে অভিষেক হয়নি।

ভারতের দলে আছেন তিন জন অলরাউন্ডার। তারা হলেন- হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। মিডল অর্ডারের ব্যাটিং চিন্তায় শ্রেয়াস আয়ারের সঙ্গে আছেন কেএল রাহুল।

ঋষভ প্যান্টের বিকল্প উইকেটরক্ষকও রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার ডেপুটি করা হয়েছে শুভমন গিলকে।

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে কোমরের ইনজুরিতে পড়েন বুমরাহ। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হলেও ইনজুরি থেকে সেরে উঠলেই খেলানো হবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ প্যান্ট, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং, জশস্বী জয়সোয়াল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
Translate »

বুমরাহ-শামিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের

আপডেট : ১১:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে ভারত। যশপ্রীত বুমরার থাকা না-থাকা নিয়ে অনেক কথা শোনা গেলেও দলে রাখা হয়েছে বুমরাহকে।

চোটের কারণে এক বছরের বেশি সময় বাইরে থাকার পর দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মাই। সহ-অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। এখনো ওয়ানডে খেলেননি, দলে এমন খেলোয়াড় একজনই-যশস্বী জয়সোয়াল।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে শর্তসাপেক্ষে যোগ করা হয়েছে সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে। এছাড়া মোহাম্মদ শামিকে রাখা হয়েছে আট দলের এই টুর্নামেন্টের দলে। আছেন হার্ডিক পান্ডিয়াও।

এই তিন পেসার সর্বশেষ ভারতের হয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। এরপর ওয়ানডে খেলেননি তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে ঢুকেছেন বাঁ-হাতি তরুণ ওপেনার জশস্বী জয়সোয়াল। বেশ কিছু টেস্ট ও টি-২০ খেলে ফেললেও জয়সোয়ালের এখনো ওয়ানডে অভিষেক হয়নি।

ভারতের দলে আছেন তিন জন অলরাউন্ডার। তারা হলেন- হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। মিডল অর্ডারের ব্যাটিং চিন্তায় শ্রেয়াস আয়ারের সঙ্গে আছেন কেএল রাহুল।

ঋষভ প্যান্টের বিকল্প উইকেটরক্ষকও রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার ডেপুটি করা হয়েছে শুভমন গিলকে।

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে কোমরের ইনজুরিতে পড়েন বুমরাহ। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হলেও ইনজুরি থেকে সেরে উঠলেই খেলানো হবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ প্যান্ট, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং, জশস্বী জয়সোয়াল।