London ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল কালিগঞ্জে বিট পুলিশ রাজীবের ছত্রছায়ায় বিষ্ণুপুরে গড়ে উঠেছে ওবায়দুল্লার মাদক সাম্রাজ্য সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন লেফটেন্যান্ট তৌকির রাজশাহীতে চীরনিদ্রায় শায়িত বিএনপির মানবিক উদ্যোগ : চোখের আলোয় তারা দেখবেন জীবনের আলো সিরাজগঞ্জে লরির চাপায় ড্রাইভার নিহত মাইলস্টোন ট্র্যাজেডির শোক স্মরণে সিরাজগঞ্জে হিউম্যান রাইটস এন্ড পিস ফর দোয়া মাহফিল রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় প্রতিবাদ ও মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর তাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। এই আলোচনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করা হবে বলে জানানো হয়। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার পরিকল্পনা রয়েছে। এতে তারা হতাশ। শিক্ষার্থীদের দাবি, তাদের বিশ্ববিদ্যালয়ের নাম যেন ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখা হয়।

এছাড়া, শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৮ বছর পার হলেও, আজ পর্যন্ত তাদের জন্য স্থায়ী ক্যাম্পাস এবং জমি বরাদ্দ করা হয়নি। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাংশ অবরোধ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রশাসনের প্রতি তাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা বলেন, “আমরা দেশের সর্ববৃহৎ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। আমাদের জন্য স্থায়ী ক্যাম্পাস এবং সঠিক নাম গুরুত্বপূর্ণ।

অবস্থান কর্মসূচির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্নিত হয়, তবে প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও কোনো মন্তব্য করেনি। তবে শিক্ষার্থীদের দাবি দ্রুত মীমাংসার আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৮:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
৫৯
Translate »

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৮:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর তাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। এই আলোচনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করা হবে বলে জানানো হয়। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার পরিকল্পনা রয়েছে। এতে তারা হতাশ। শিক্ষার্থীদের দাবি, তাদের বিশ্ববিদ্যালয়ের নাম যেন ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখা হয়।

এছাড়া, শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৮ বছর পার হলেও, আজ পর্যন্ত তাদের জন্য স্থায়ী ক্যাম্পাস এবং জমি বরাদ্দ করা হয়নি। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাংশ অবরোধ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রশাসনের প্রতি তাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা বলেন, “আমরা দেশের সর্ববৃহৎ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। আমাদের জন্য স্থায়ী ক্যাম্পাস এবং সঠিক নাম গুরুত্বপূর্ণ।

অবস্থান কর্মসূচির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্নিত হয়, তবে প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও কোনো মন্তব্য করেনি। তবে শিক্ষার্থীদের দাবি দ্রুত মীমাংসার আশ্বাস দেওয়া হয়েছে।