বিমানবন্দর ও আশপাশে ‘নীরব এলাকা’ বাস্তবায়নে মতবিনিময়
রাজধানীর বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় শব্দদূষণ রোধে ‘নীরব এলাকা’ বাস্তবায়ন কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার বেবিচক সদরদপ্তরে সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিরর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বেবিচক জানায়, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাদের পরিকল্পনা তুলে ধরেন। সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নীরব এলাকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন হয়েছে।
বেবিচক চেয়ারম্যান বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে জনগণকে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এ ব্যাপারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।