ফরিদপুর -১খন্দকার নাসিরের বিএনপির মনোনয়ন চুড়ান্ত, আনন্দ মিছিল, মিষ্টি বিতরন

ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের নাম ছড়িয়ে পড়েছে।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ খবর জানাজানি হতেই ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির একাংশের নেতা-কর্মীরা, রাত ৯টায় আনন্দ মিছিল বের করেন।
স্থানীয় থানার সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় থানার সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরজামাল খসরু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাশারুল বারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্লা এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিয়াকত বিশ্বাস।
বক্তারা বলেন, “দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে এখন এক লক্ষ্য—ধানের শীষের বিজয়।”
তারা আরও বলেন, “মনোনয়ন নিয়ে এতদিনের অনিশ্চয়তা কেটে গেছে। এখন ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।”
মিছিল শেষে নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন। এ সময় বাজার এলাকায় ঢাক-ঢোল বাজিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়।
উপজেলার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ছিলো উৎসবমুখর আমেজ।
তবে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এ কারণে স্থানীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।
স্থানীয় নেতারা বলছেন, “দলীয় সূত্রে আমরা নিশ্চিত, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।”
স্থানীয় প্রবীন রাজনৈতিকদের মতে, খন্দকার নাসিরুল ইসলামের নাম সামনে আসায় ফরিদপুর-১ আসনে বিএনপির ঘরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে এখন দলটি মাঠে নেমে আসতে প্রস্তুত।