ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য পথ সমাবেশ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টায় ফরিদপুর নিউ মার্কেট এলাকায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখা ও ক্যাব যুব গ্রুপ ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। সমাবেশে সভাপতিত্ব করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
পথ সমাবেশে বক্তারা বিশ্ব ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথি মো. মাহমুদুল হাসান বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে নকল ও ভেজাল প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে হবে।”
সভাপতি শেখ ফয়েজ আহমেদ বলেন, “বিশ্ব ভোক্তা সংস্থা ‘কনজুমারস ইন্টারন্যাশনাল (সিআই)’-এর আহ্বানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই দিবস পালিত হয়। বাংলাদেশে ১৯৮৩ সাল থেকে ক্যাব প্রথমবার দিবসটি পালন শুরু করে। ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাস হওয়ার পর সরকারিভাবেও দিবসটি উদযাপিত হচ্ছে।”
এসময় আরও বক্তব্য রাখেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম সাহান, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন, সদস্য শরিফুল ইসলাম ও মো. নাঈম ইসলাম। এছাড়া ক্যাব যুব গ্রুপ ফরিদপুরের সদস্য সাকিব হোসেন এবং নিউ মার্কেট সমিতির নেতৃবৃন্দও আলোচনায় অংশ নেন।
চলতি বছরের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “A Just Transition To Sustainable Lifestyles”, যার মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশবান্ধব ও ন্যায্য ভোক্তা সংস্কৃতি গড়ে তোলা।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এ বছর সীমিত পরিসরে ক্যাব ফরিদপুর জেলা শাখা দিবসটি পালন করেছে। এ উপলক্ষে ফরিদপুর সদরের বিভিন্ন হাটবাজারে মাসব্যাপী পথ সমাবেশ, সচেতনতা বৃদ্ধির প্রচারণা ও যুব গ্রুপ সদস্য সংগ্রহ কার্যক্রম চালানো হচ্ছে।
পথ সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা বাজারে ঘুরে ঘুরে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।