London ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের বাসায় অবস্থান নেয় মোমিন ও সুবা কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে জরিমানা কালিয়াকৈর দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ চুয়াডাঙ্গার সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ ফরিদপুরের খাজা আগে যুবলীগ এখন যুবদল পরিচয়ে ত্রাসের রাজত্ব জানুয়ারিতে সড়কে নিহত ৬০৮ যেভাবে খোঁজ মিললো নিখোঁজ কিশোরী সুবার ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন ফুটবলার সুমাইয়া

প্রায় ৬ ঘণ্টা পর সায়েন্স ল্যাবরেটরি মোড় ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবস্থানের জন্য নগরীর অনেক স্থানে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে ছবি

প্রায় ৬ ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। নগরের গুরুত্বপূর্ণ এই মোড়টি দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখায় এর প্রভাব পড়ে অন্যান্য সড়কে ও অলিগলিতে। এর ফলে দিনভর তীব্র যানজটে মানুষজনকে চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় যানবাহনে থাকতে না পেরে অনেকেই হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হন।

পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ তাঁরা বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গতকালও তাঁরা একই স্থানে এ ধরনের কর্মসূচি পালন করেন।

দিকে শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে আজ বিবৃতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আন্দোলনকারীরা আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করেন। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান শিক্ষা উপদেষ্টার দেওয়া বিবৃতির প্রসঙ্গ টানেন। তিনি বলেন, সেই বিবৃতিতে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন কিংবা কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়নি। বিবৃতিটি সাত কলেজের শিক্ষার্থীদের হতাশ করেছে। তাই অনতিবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দাবি না মানলে শিক্ষার্থীরা হয়তো গণ-অনশন কর্মসূচিতে যাবেন। তবে পরবর্তী কর্মসূচি আগামী শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া আন্দোলনকারীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারসহ প্রতিটি কলেজের বিভাগভিত্তিক অনলাইনে আলোচনা সভা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
২৪
Translate »

প্রায় ৬ ঘণ্টা পর সায়েন্স ল্যাবরেটরি মোড় ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

আপডেট : ০১:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবস্থানের জন্য নগরীর অনেক স্থানে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে ছবি

প্রায় ৬ ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। নগরের গুরুত্বপূর্ণ এই মোড়টি দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখায় এর প্রভাব পড়ে অন্যান্য সড়কে ও অলিগলিতে। এর ফলে দিনভর তীব্র যানজটে মানুষজনকে চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় যানবাহনে থাকতে না পেরে অনেকেই হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হন।

পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ তাঁরা বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গতকালও তাঁরা একই স্থানে এ ধরনের কর্মসূচি পালন করেন।

দিকে শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে আজ বিবৃতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আন্দোলনকারীরা আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করেন। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান শিক্ষা উপদেষ্টার দেওয়া বিবৃতির প্রসঙ্গ টানেন। তিনি বলেন, সেই বিবৃতিতে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন কিংবা কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়নি। বিবৃতিটি সাত কলেজের শিক্ষার্থীদের হতাশ করেছে। তাই অনতিবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দাবি না মানলে শিক্ষার্থীরা হয়তো গণ-অনশন কর্মসূচিতে যাবেন। তবে পরবর্তী কর্মসূচি আগামী শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া আন্দোলনকারীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারসহ প্রতিটি কলেজের বিভাগভিত্তিক অনলাইনে আলোচনা সভা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।