প্রতিবন্ধীর জমি দখলের চেষ্টা, বাধা দিলে দৃষ্টি প্রতিবন্ধীর ওপর নৃশংস হামলা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কটুরাকান্দী গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী লুৎফার শেখের (৪৫) আবাদি জমি দখলের চেষ্টা করা হয়েছে। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কটুরাকান্দী মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। লুৎফার শেখ মসুর ডাল আবাদ করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) একই গ্রামের জিন্নাতুর রহমান লোকজন নিয়ে একটি ট্রাক্টর নিয়ে জমিতে ঢুকে চাষ শুরু করেন। এতে ফসল নষ্ট হয় এবং জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়।
খবর পেয়ে লুৎফার শেখ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্নাতুর রহমান তার সঙ্গে নিয়ে আসা লোকজনকে ব্যবহার করে লুৎফারের ওপর হামলা চালায় এবং তাকে মাটিতে ফেলে দেয়। এতে তার একটি পা গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর লুৎফার শেখের ছোট ভাই লিটন শেখ ওরফে নিটুল শেখ আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন,
“জরুরি সেবা হটলাইন ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় প্রসিকিউশন দিয়ে মামলাটি আদালতে পাঠানো হবে।”
হাসপাতালে শয্যায় শুয়ে কান্নাজড়িত কণ্ঠে লুৎফার শেখ বলেন,
“আমি নিজে দৃষ্টি প্রতিবন্ধী। আমার একমাত্র ছেলে আট বছরের, সেও বাক প্রতিবন্ধী। তিনটি মেয়েকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাই। এই জমিটুকুই আমাদের শেষ ভরসা। জমি জোর করে দখল নিতে চাইলে আমি বাধা দিই। তখন আমাকে বেধড়ক মারধর করে পা ভেঙে দিয়েছে। আমি হাঁটতে পারছি না। আমি ন্যায়বিচার চাই।”
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় প্রভাবশালীরা দুর্বল ও প্রতিবন্ধীদের ওপর চাপ সৃষ্টি করে জমি দখলের ঘটনা ঘটাচ্ছে। অধিকাংশ ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ায় এমন সহিংসতা বেড়েই চলেছে।


















