London ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামে দুর্গম ক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের

২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত সব পদবির সেনা সদস্যের উদ্দেশে দরবার নেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এর পর তিনি আর্মি মেডিকেল কলেজের একটি বহুতল ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন।

সেনাপ্রধান সব পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন। এ সময় তিনি তাঁর বক্তব্যের শুরুতে শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারওয়ার নির্জনের মৃত্যুতে মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এ সেনা কর্মকর্তার আত্মত্যাগ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে বাহিনী। একই সঙ্গে তাঁর জন্য সেনাবাহিনী গর্বিত।

ওয়াকার-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সবাইকে সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পরে সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়নের নানিয়ারচর জোন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি স্থিতিশীলতা বজায় রাখা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা দেওয়াসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্পে সেনাবাহিনী প্রধানের আগমন পার্বত্য চট্টগ্রামে মোতায়েনরত সেনা সদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করেছে। এ ছাড়া তিনি পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের অসামরিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, সেনাসদরের চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক সিএসসিসহ সেনা সদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা। আইএসপিআর।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৫:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
৬৩
Translate »

পার্বত্য চট্টগ্রামে দুর্গম ক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের

আপডেট : ০৫:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত সব পদবির সেনা সদস্যের উদ্দেশে দরবার নেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এর পর তিনি আর্মি মেডিকেল কলেজের একটি বহুতল ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন।

সেনাপ্রধান সব পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন। এ সময় তিনি তাঁর বক্তব্যের শুরুতে শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারওয়ার নির্জনের মৃত্যুতে মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এ সেনা কর্মকর্তার আত্মত্যাগ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে বাহিনী। একই সঙ্গে তাঁর জন্য সেনাবাহিনী গর্বিত।

ওয়াকার-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সবাইকে সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পরে সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়নের নানিয়ারচর জোন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি স্থিতিশীলতা বজায় রাখা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা দেওয়াসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্পে সেনাবাহিনী প্রধানের আগমন পার্বত্য চট্টগ্রামে মোতায়েনরত সেনা সদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করেছে। এ ছাড়া তিনি পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের অসামরিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, সেনাসদরের চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক সিএসসিসহ সেনা সদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা। আইএসপিআর।