London ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণার দুর্গাপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল তিন হাজার প্রান্তিক মানুষ

মামুন রণবীর,নেত্রকোণা

 

আর্তমানবতার সেবায় বিএনপি,এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোণার দুর্গাপুরে দু:স্থ,অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বিএনপির উদ্যোগে এবং দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হলো ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।

শনিবার দিনব্যাপী উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল।

এই ক্যাম্পের মাধ্যমে প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।

প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ প্রথমবারের মতো এমন সেবা পেয়ে বেশ উচ্ছ্বসিত। এই ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করায় স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বলেছেন ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তারা অনেক বেশি উপকৃত হবেন।

এই আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাজিব মিয়াকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে একটি অটোরিক্সা উপহার দেয়া হয়েছে। এছাড়া তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। রাজিব মিয়া বলেন,এই সহযোগিতা তার জীবনকে অনেক সহজ করে দিয়েছে।

হতদরিদ্র মানুষের জন্য এমন মানবিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই বিএনপির লক্ষ্য।

প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবার এমন আয়োজন প্রথমবার দেখলো দুর্গাপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকলে বদলে যাবে গ্রামের মানুষের জীবনযাত্রার পরিধি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
২৬
Translate »

নেত্রকোণার দুর্গাপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল তিন হাজার প্রান্তিক মানুষ

আপডেট : ১২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

 

আর্তমানবতার সেবায় বিএনপি,এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোণার দুর্গাপুরে দু:স্থ,অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বিএনপির উদ্যোগে এবং দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হলো ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।

শনিবার দিনব্যাপী উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল।

এই ক্যাম্পের মাধ্যমে প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।

প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ প্রথমবারের মতো এমন সেবা পেয়ে বেশ উচ্ছ্বসিত। এই ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করায় স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বলেছেন ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তারা অনেক বেশি উপকৃত হবেন।

এই আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাজিব মিয়াকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে একটি অটোরিক্সা উপহার দেয়া হয়েছে। এছাড়া তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। রাজিব মিয়া বলেন,এই সহযোগিতা তার জীবনকে অনেক সহজ করে দিয়েছে।

হতদরিদ্র মানুষের জন্য এমন মানবিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই বিএনপির লক্ষ্য।

প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবার এমন আয়োজন প্রথমবার দেখলো দুর্গাপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকলে বদলে যাবে গ্রামের মানুষের জীবনযাত্রার পরিধি।