London ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:

নবাবগঞ্জে সিয়ামের বিরুদ্ধে শিশু লাবিব হত্যার অভিযোগ উঠেছে

শামীম হোসাইন,নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বার্হ্রা ইউনিয়নের রসুলপুরে একই গ্রামের সিয়ামের বিরুদ্ধে আট বছরের শিশু লাবিব পত্তনদার কে হত্যার অভিযোগ উঠেছে ।

নিহত শিশু লাবিবের পিতা একজন মালোয়েশিয়ান প্রবাসী । গত শুক্রবার মাগরিব নামাজের সময় হাবিব ও লাবিব কাকাতো ২ ভাই নিজ বাড়িতে একসাথে খেলা করছিলো , এ সময় বাবুলের ভাগিনা সিয়াম মোল্লা (লাবিবের ফুফাতো ভাই ) লাবিব পত্তনদারকে ডেকে নিয়ে যায় । এ বিষয়ে সিয়ামের বিষয়টি নিশ্চিত করেছে লাবিবের কাকাতো ভাই হাবিব । এরপর হতে আর লাবিব মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি ।

তখন হতে লাবিবের মা ও পাড়াপ্রতিবেশিরা মিলে লাবিবকে খুঁজতে শুরু করে । অন্য দিকে প্রতিবেশি আলমগীর হোসেন ৯৯৯ এ কল দিলে নবাবগঞ্জ থানার এস আই অপূর্ব টিম নিয়ে অনেক অনুসন্ধান করে না পেয়ে চলে যান । অবশেষে রাত ১.৩০ মিনিটে নিহত শিশু লাবিব মোল্লার মরদেহ পাশের একটি ডোবা হতে পাওয়া যায় ।

তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন , শিশু লাবিবকে প্রথমে পাটক্ষেতের মধ্যে নির্জনে নিংয়ে শ্বাসরুদ্ধ করে নি:সংশভাবে হত্যা করে ,পরে পাশের ডোবায় তাকে ফেলে দেওয়া হয়েছে । নবাবগঞ্জ প্রশাসন রাত ৩ টার সময় নিহত লাবিবের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় । ইতিমধ্যে নিহত লাবিবের হত্যাকারী সিয়াম পালিয়ে গেলেও তার মামা বাবুলকে আটক করেছে পুলিশ ।

হত্যাকারী সিয়াম

সিয়ামের বিষয়ে প্রত্যেক্ষ্যদর্শীরা বলেন , সে মামা বাড়িতে থাকে, তাছাড়া কারোও বাড়িতে আগুন দেওয়া , মদ-গাজা খাওয়া ও ব্যবসা করা , অপহরণ করে মুক্তিপণ চাওয়া ইতিপূর্বে এলাকায় অসংখ্য রেকর্ড রয়েছে । শিশু লাবিবের হত্যাকারী সিয়ামের পিতার বাড়ি কলাতিয়ায় বলে জানা যায় । সরেজমিনে লাবিবের হত্যাকারী সিয়ামের বিষয়ে জানতে লাবিবের মামা বাবুলের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি । এ দিকে লাবিব হত্যার অভিযোগে সিয়ামকে প্রধান আসামী করে বেশ কয়েক-জনের নামে মামলা করেছে নিহত শিশু লাবিবের পরিবার ।তবে কি কারণে বা কেন শিশু লাবিবকে সিয়াম হত্যা করেছে এ বিষয়ে এখনোও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি ।

তবে প্রশাসন ধারণা করছে যে হত্যাকারী সিয়ামকে আটক করা হলে শিশু লাবিব হত্যার আসল রহস্য উন্মোচোন হবে। সিয়াম হ এ সময় নিহত শিশু লাবিবের কাকী সুষ্ঠ বিচারের দাবি করেন ও হত্যাকারী সিয়ামের ফাঁসির দাবি জানান । এ সময় নিহত শিশু লাবিবের মা ও দাদি , হত্যাকারী সিয়ামের ফাঁসির দাবিতে নি:কণ্ঠ ভাষায় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
৬১
Translate »

নবাবগঞ্জে সিয়ামের বিরুদ্ধে শিশু লাবিব হত্যার অভিযোগ উঠেছে

আপডেট : ০২:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বার্হ্রা ইউনিয়নের রসুলপুরে একই গ্রামের সিয়ামের বিরুদ্ধে আট বছরের শিশু লাবিব পত্তনদার কে হত্যার অভিযোগ উঠেছে ।

নিহত শিশু লাবিবের পিতা একজন মালোয়েশিয়ান প্রবাসী । গত শুক্রবার মাগরিব নামাজের সময় হাবিব ও লাবিব কাকাতো ২ ভাই নিজ বাড়িতে একসাথে খেলা করছিলো , এ সময় বাবুলের ভাগিনা সিয়াম মোল্লা (লাবিবের ফুফাতো ভাই ) লাবিব পত্তনদারকে ডেকে নিয়ে যায় । এ বিষয়ে সিয়ামের বিষয়টি নিশ্চিত করেছে লাবিবের কাকাতো ভাই হাবিব । এরপর হতে আর লাবিব মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি ।

তখন হতে লাবিবের মা ও পাড়াপ্রতিবেশিরা মিলে লাবিবকে খুঁজতে শুরু করে । অন্য দিকে প্রতিবেশি আলমগীর হোসেন ৯৯৯ এ কল দিলে নবাবগঞ্জ থানার এস আই অপূর্ব টিম নিয়ে অনেক অনুসন্ধান করে না পেয়ে চলে যান । অবশেষে রাত ১.৩০ মিনিটে নিহত শিশু লাবিব মোল্লার মরদেহ পাশের একটি ডোবা হতে পাওয়া যায় ।

তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন , শিশু লাবিবকে প্রথমে পাটক্ষেতের মধ্যে নির্জনে নিংয়ে শ্বাসরুদ্ধ করে নি:সংশভাবে হত্যা করে ,পরে পাশের ডোবায় তাকে ফেলে দেওয়া হয়েছে । নবাবগঞ্জ প্রশাসন রাত ৩ টার সময় নিহত লাবিবের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় । ইতিমধ্যে নিহত লাবিবের হত্যাকারী সিয়াম পালিয়ে গেলেও তার মামা বাবুলকে আটক করেছে পুলিশ ।

হত্যাকারী সিয়াম

সিয়ামের বিষয়ে প্রত্যেক্ষ্যদর্শীরা বলেন , সে মামা বাড়িতে থাকে, তাছাড়া কারোও বাড়িতে আগুন দেওয়া , মদ-গাজা খাওয়া ও ব্যবসা করা , অপহরণ করে মুক্তিপণ চাওয়া ইতিপূর্বে এলাকায় অসংখ্য রেকর্ড রয়েছে । শিশু লাবিবের হত্যাকারী সিয়ামের পিতার বাড়ি কলাতিয়ায় বলে জানা যায় । সরেজমিনে লাবিবের হত্যাকারী সিয়ামের বিষয়ে জানতে লাবিবের মামা বাবুলের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি । এ দিকে লাবিব হত্যার অভিযোগে সিয়ামকে প্রধান আসামী করে বেশ কয়েক-জনের নামে মামলা করেছে নিহত শিশু লাবিবের পরিবার ।তবে কি কারণে বা কেন শিশু লাবিবকে সিয়াম হত্যা করেছে এ বিষয়ে এখনোও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি ।

তবে প্রশাসন ধারণা করছে যে হত্যাকারী সিয়ামকে আটক করা হলে শিশু লাবিব হত্যার আসল রহস্য উন্মোচোন হবে। সিয়াম হ এ সময় নিহত শিশু লাবিবের কাকী সুষ্ঠ বিচারের দাবি করেন ও হত্যাকারী সিয়ামের ফাঁসির দাবি জানান । এ সময় নিহত শিশু লাবিবের মা ও দাদি , হত্যাকারী সিয়ামের ফাঁসির দাবিতে নি:কণ্ঠ ভাষায় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।