থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর করলো এলাকাবাসী, কারণ জানা গেল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রোমান শেখ (১৬) নামে নিখোঁজ এক কিশোরের সন্ধান দাবিতে মাবববন্ধন থেকে সিরাজদিখান থানায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর এবং পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করেছে এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ রোমানের সন্ধান দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন নিখোঁজের স্বজন এবং এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে থানায় হামলা করে থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এছাড়াও থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। পরে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তিন দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষুব্ধরা থানা প্রাঙ্গণ থেকে চলে যান।
জানা যায়, উপজেলার থৈরগাও গ্রামের কাঠমিস্ত্রি মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত। গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে দুপুর ১টার দিকে বাড়ি ফেরে। পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেন নিখোঁজের বাবা মিরাজ শেখ।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন।