ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে শহীদ ছাদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ জুলাই আন্দোলনের শহীদ ছাএদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তারা অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের উদ্দেশে বলেন, “গুপ্ত দলের নেতাকর্মীরা নির্বাচন পিছিয়ে দিতে এবং অনিয়ম করে বিভ্রান্তি ছড়িয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে। তাই সবাইকে সচেতন থেকে নিজের ভোট যোগ্য নেতাকেই দিতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো মিলনায়তন ছিল নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে মুখরিত।