টাঙ্গাইল জেলা সমিতি ইউকের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা সমিতি ইউকের উদ্যোগে এবং ইউকেতে বসবাসরত টাঙ্গাইল জেলা বাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক আনন্দ ভ্রমণ (পিকনিক)।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সাইদুল হক রাঙ্গা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সবুর তালুকদার। তারা সংগঠনের ঐক্য, সমৃদ্ধি এবং বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা এডভোকেট মীর নাজমুল করিম মুক্তা, প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক উপদেষ্টা মির্জা রফিকুল ইসলাম, সাবেক উপদেষ্টা ইসহাক মিয়া, সোহরাব হোসেন সরকার, সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ড. মুজাম্মেল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, সাবেক সহ-সভাপতি শামীম মোর্শেদ ওবায়দি, যুগ্ম সম্পাদক মাইনুল রহমান তালুকদার মামুনসহ আরও অনেকে।
বক্তারা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন, ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণ ভ্রমণ আয়োজন এবং প্রবাসী টাঙ্গাইলবাসীকে একত্রিত করে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, সংগঠনের মাধ্যমে টাঙ্গাইল ও বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় যাঁরা ছিলেন এবং যাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।