জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দুর্গাপুরে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট

জুলাই গণঅভ্যুত্থানে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চার শহীদের স্মরণে,তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
শনিবার (২৬ জুলাই) সুসং সরকারি কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার এবং পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি।
শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি এই টুর্নামেন্ট আয়োজন করে। প্রথম দিনের খেলায় এম.এস.এস স্পোর্টিং ক্লাব ২-০ গোলে কলেজ মোড় স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে গোল্ড ট্রফি। এছাড়া রানার্সআপ দলের জন্য থাকছে সিলভার ট্রফি।
শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি কামরুজ্জামান রাজু বলেন,জুলাই গণঅভ্যুত্থানে দুর্গাপুরের চার শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। এটি প্রতি বছরই আয়োজন করা হবে। আমরা আশা করছি সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিতে পারবো।
প্রসঙ্গত,জুলাই গণঅভ্যুত্থানে দুর্গাপুরের মাসুম বিল্লাহ,উমর ফারুক, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন শহীদ হন।