London ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাপানে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন এলডিপি

জাপানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বুথ ফেরত জরিপে এমন আভাস পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ১৫৩ থেকে ২১৯ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয়ী হতে পারে। আর ডেমোক্রেটিক পার্টি (সিডিপি) জয়ী হতে পারে ১২৮ থেকে ১৯১ আসনে।
পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলের ২৩৩ আসন প্রয়োজন। নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গড়তে এলডিপিকে জোট সরকার গঠন বা সংখ্যালঘু সরকার পরিচালনা করতে হবে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে এলডিপির নতুন নেতা শিগেরু ইশিবা পদত্যাগ করতে পারেন। এমনটি হলে তিনিই হবেন দেশটির সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার তিন দিন পরই দেশটিতে নির্বাচন ডেকেছিলেন ইশিবা। এমনকি, আনুষ্ঠানিকভাবে শপথও গ্রহণ করেননি তিনি।
জাপানে আর্থিক কেলেঙ্কারি ও মূল্যস্ফীতির কারণে এলডিপি জোট সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিবেশী চীনের সঙ্গেও জাপানের সম্পর্কের উত্তেজনা বাড়ছে।
জাপানের কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির (সিডিপি) নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডা। গতকাল এলডিপির সমালোচনা করে তিনি বলেন, যারা প্রচুর নগদ অর্থ দেয় তাদের জন্য দ্রুত নীতি বাস্তবায়ন করাই হচ্ছে এলডিপির রাজনীতি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
২২
Translate »

জাপানে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন এলডিপি

আপডেট : ০৪:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

জাপানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বুথ ফেরত জরিপে এমন আভাস পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ১৫৩ থেকে ২১৯ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয়ী হতে পারে। আর ডেমোক্রেটিক পার্টি (সিডিপি) জয়ী হতে পারে ১২৮ থেকে ১৯১ আসনে।
পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলের ২৩৩ আসন প্রয়োজন। নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গড়তে এলডিপিকে জোট সরকার গঠন বা সংখ্যালঘু সরকার পরিচালনা করতে হবে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে এলডিপির নতুন নেতা শিগেরু ইশিবা পদত্যাগ করতে পারেন। এমনটি হলে তিনিই হবেন দেশটির সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার তিন দিন পরই দেশটিতে নির্বাচন ডেকেছিলেন ইশিবা। এমনকি, আনুষ্ঠানিকভাবে শপথও গ্রহণ করেননি তিনি।
জাপানে আর্থিক কেলেঙ্কারি ও মূল্যস্ফীতির কারণে এলডিপি জোট সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিবেশী চীনের সঙ্গেও জাপানের সম্পর্কের উত্তেজনা বাড়ছে।
জাপানের কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির (সিডিপি) নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডা। গতকাল এলডিপির সমালোচনা করে তিনি বলেন, যারা প্রচুর নগদ অর্থ দেয় তাদের জন্য দ্রুত নীতি বাস্তবায়ন করাই হচ্ছে এলডিপির রাজনীতি।